জয়পুর-মুম্বই এক্সপ্রেসের ভিতরে রেলওয়ে সুরক্ষা বাহিনীর এক জওয়ানের গুলিতে মৃত্যু হল চার জনের। এদের মধ্যে তিনজন ওই ট্রেনের যাত্রী ছিলেন। আজ সকালে (৩১ জুলাই, ২০২৩) হঠাৎই ট্রেনটি যখন দাহিসার স্টেশনের কাছাকাছি আসে তখনই রেলওয়ে সুরক্ষা বাহিনীর এক কনস্টেবল তাঁর বন্দুক থেকে গুলি ছুড়তে থাকেন। তাঁর গুলিতে ট্রেনের ভিতরে থাকা তিনযাত্রী সহ এক  এএস আই গুলিবিদ্ধ হন। এরপর ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করেন সেই কনস্টেবল। তবে অভিযুক্ত কনস্টেবলকে অস্ত্রসহ আটক করে বোরিভালি পুলিশ স্টেশনে আনা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে একটি ভিডিও সামনে এসেছে যেখানে অভিযুক্ত কনস্টেবলকে থানায় নিয়ে আসা হচ্ছে দেখা গেছে-

চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর মোবাইলে সেই চারজন মৃতদেহের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ছবি-

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)