Valsad Fire: গুজরাটের স্ক্র্যাপ গোড়াউনে আগুন, দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো

স্ক্র্যাপের গোডাউনে আগুন লাগার জেরে উত্তেজনা ছড়াল গুজরাটের ভালসাদে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে দমকলের একাধিক ইঞ্জিন।

Photo Credits: ANI

ভালসাদ: স্ক্র্যাপের গোডাউনে (scrap warehouse) আগুন (Fire) লাগার জেরে উত্তেজনা ছড়াল গুজরাটের (Gujarat) ভালসাদে (Valsad)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে দমকলের একাধিক ইঞ্জিন (Fire tenders)। আরও পড়ুন: Father Rapes Daughter: নিজের ১৪ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে দিল্লিতে গ্রেফতার বাবা

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে ঘটনাস্থলে থাকা দমকল আধিকারিক কুলদীপ জাট (Fire officer Kuldeep Jatt) বলেন, "আমরা আগুন লাগার খবর (information) পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে হাজির হয় দমকল কর্মীদের দুটি দল (two fire fighting teams)। পরে আরও একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে লিপ্ত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে (control) এসেছে। দুর্ঘটনার ফলে কোনও হতাহতের (casualties) খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ (reason) জানা যায়নি।" আরও পড়ুন: Punjab Police: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় সাফল্য পাঞ্জাব পুলিশের, বিস্ফোরক ও অস্ত্র-সহ ধৃত ২ লস্কর জঙ্গি

দেখুন ভিডিয়ো: