Delhi: মার্কিন মহিলাকে প্রতারিত করে ৪ মিলিয়ন ডলার লুঠ করল দিল্লির যুবক, একবছর পর গ্রেফতার অভিযুক্ত

গত বছর দিল্লি পুলিশের হাতে এক বুকি এবং এক ক্রিপ্টোকারেন্সি হ্যান্ডেলারকে গ্রেফতার করেছিল। পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনের বাসিন্দা এই লক্ষ্যই তখন একজন বুকি ছিল।

গত বছরের ৪ জুলাই লিসা রৌথ মার্কিন মহিলা প্রতারিত করে কয়েক মিলিয়ন ডলার লুঠ করে এক ভারতীয় যুবক। মহিলাকে প্রথমে মাইক্রোসফটের এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে (Cryptocurrency Wallet) প্রায় ৪ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩.৩ কোটি টাকা ট্রান্সফার করিয়ে নেয় ওই যুবক। যদিও ফোনের ওপারে অভিযুক্ত নিজেকে মার্কিন নাগরিক হিসেবে পরিচয় দিলেও তাঁর কথা শুনে ভারতীয় সন্দেহ হওয়ায় এদেশের পুলিশ প্রশাসনের দারস্থ হন ওই মহিলা। তিনি এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিশেষ কিছু জানতেন না বলে প্রতারিত হয়েছেন বলে পুলিশকে জানান ওই মহিলা। এরপর এই ঘটনার তদন্তভার নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তারপরেই একবছরের মধ্যে লক্ষ্য ভিজ নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করে আধিকারিকরা।

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ওই টাকা নিয়ে প্রফুল্ল গুপ্তা এবং সারিতা গুপ্তার ওয়ালেটে ট্রান্সফার করে লক্ষ্য। অফিসিয়ালি এই দুই ব্যক্তি সম্পর্কে মা ও ছেলে হিসেবে দেখানো হয়। তারপর সেই টাকা করণ চুং নামে এক ব্যক্তি বিভিন্ন ওয়ালেটে ভাগ করে পাঠায়। তারপর ফেয়ার প্লে ২৪ নামে একটি বেটিং অ্যাপের মাধ্যমে লক্ষ্য নিজের অ্যাকাউন্টে টাকাটি নিয়ে নেয়। বিগত কয়েকমাসে বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তে একাধিক ব্যক্তি গ্রেফতার হয়। আর তাতেই এই আর্থিক তছরুপ ঘটনায় নাম আসে লক্ষ্যর। তারপরেই গত বুধবার রাতে দিল্লি থেকে গ্রেফতার হয় ওই যুবক এবং আজ তাঁকে রউস অ্যাভিনিউ আদালত ৫ দিনের ইডি হেফাজতে পাঠায় তাঁকে।

এই অভিযোগে গ্রেফাতারের পরে তাঁর বিরুদ্ধে অভিযোগের অভাবে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এবার এই লক্ষ্যের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই জানিয়েছেন ইডি আধিকারিকরা।