অসমে বিক্ষোভ (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৪ ডিসেম্বর: নাগরিকত্ব (সংশোধন) আইনের (Citizenship Amendment Act) বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে উত্তর পূর্বের কয়েকটি রাজ্যে। পরিস্থিতি আঁচ করে দেশের নাগরিকদের উত্তর পূর্বের রাজ্যগুলিতে বেড়াতে যাওয়ার বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করল অ্যামেরিকা (United States)। নির্দেশিকায় নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া সাময়িকভাবে অসমে কোনও সরকারি সফরে যাওয়ার সূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে অ্যামেরিকার দূতাবাস (US Embassy) উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে অবস্থানরত তাদের দেশের নাগরিকদের জন্য কয়েকটি সতর্কতা নেওয়ার তালিকা প্রকাশ করেছে। বিক্ষোভ ও অশান্তি জারি রয়েছে এমন অঞ্চলগুলি এড়িয়ে চলতে বলা হয়েছে। একই নির্দেশিকা জারি করেছে ব্রিটেন, কানাডা ও ফ্রান্স।

বিবৃতিতে বলা হয়েছে, "নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদে বিক্ষোভ ও হিংসা জারি রয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্টে তা প্রকাশ পাচ্ছে। তাই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে থাকা অ্যামেরিকার নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। কয়েক জায়গায় কারফিউ রয়েছে। ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বিঘ্নিত হতে পারে। বিভিন্ন জায়গায় পরিবহন পরিষেবাও ক্ষতিগ্রস্থ হতে পারে। দেশের অন্যান্য অংশেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। অ্যামেরিকা সাময়িকভাবে সরকারিভাবে অসম সফর স্থগিত করছে।" নাগরিকদের উদ্দেশ্যে বিবৃতিতে আরও বলা হয়েছে, "বিক্ষোভ, ঝামেলা চলছে এমন অঞ্চলগুলি এড়ান। একেবারে সাধারণভাবে থাকুন। আপনার চারপাশ সম্পর্কে সচেতন হন। আপডেটের জন্য স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখুন। আপনার ব্যক্তিগত সুরক্ষা পরিকল্পনা পর্যালোচনা করুন। বন্ধুদের এবং পরিবারকে সব বিষয়ে অবহিত করুন। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করুন।" আরও পড়ুন: Citizenship Amendment Act: নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত বাংলা, আইন হাতে না তুলে নেওয়ার বার্তা মমতা ব্যানার্জির

বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মতি জানানোর পরে নাগরিকত্ব (সংশোধন) বিল আইনে পরিণত হয়েছে। সংসদের লোকসভা ও রাজ্যসভাতে বিলটি যথাক্রমে সোমবার ও বুধবার পাস হয়ে যায়। নতুন আইনে প্রতিবেশী তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। সংশোধিত এই আইনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়ের শিকার হয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা ভারতে এসে থাকলে তাঁরা এ দেশের নাগরিকত্ব পাবেন। প্রবল বিরোধিতার মধ্যে থেকে সোমবার লোকসভায় মধ্যরাতে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। পরে বুধবার তা পাস হয়ে যায় রাজ্যসভাতেও। ফেলে না রেখে তাতে সই করে দিয়েছেন রাষ্ট্রপতি। সংসদে এই বিলের বিরুদ্ধে বিরোধীরা সরব হলেও তাঁদের সব আশঙ্কার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

এই আইন অনুসারে, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ এবং জোরোস্ট্রিয়ান সম্প্রদায়ের সদস্যরা, যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত এসেছেন এবং সেখানে ধর্মীয় নিপীড়নের মুখোমুখি হয়েছেন, তাদের অবৈধ অভিবাসী হিসাবে গণ্য করা হবে না এবং ভারতীয় নাগরিকত্ব প্রদান।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Video: 'পাকিস্তানে থাকলে আপনাকে অপহরণ করতাম', গাড়ি চালকের সঙ্গে মহিলার কথোপকথনের ভিডিয়োতে বিতর্ক

S Jaishankar: 'কয়েক দশক ধরে জ্ঞান দেওয়ার অভ্যেস', পশ্চিমী বিশ্বের বিরুদ্ধে কড়া তোপ জয়শঙ্করের

Hardeep Singh Nijjar Murder Case: খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনে কানাডা থেকে তিন ভারতীয় গ্রেফতার, এ নিয়ে কী বলছে নয়া দিল্লি

US Couple shipped their pet cat in Amazon Return Box: ৬ দিন ধরে নিখোঁজ পোষ্য! দম্পতির অসাবধানতার কারণে মৃত্যুমুখে খুদে বিড়ালছানা

Paris: গুলি, বিস্ফোরক নিয়ে ইরানের দূতাবাসে প্রবেশের চেষ্টা, জঙ্গি হামলার আশঙ্কায় গ্রেফতার

Loksabha Election 2024: 'মে থেকে জুনের মধ্যে ভারতে যাবেন না', নাগরিকদের জানাল কানাডা সরকার

Canada's Largest Gold Heist: অবশেষে গ্রেফতার কানাডার ইতিহাসে সবচেয়ে বড় সোনা চুরির ঘটনায় জড়িতরা

Canada: কানাডায় স্ত্রীকে কুপিয়ে খুন, ভিডিয়ো কলে মায়ের কাছে স্বীকারোক্তি ছেলের