Bihar Shocker: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবতির গায়ে আগুন লাগিয়ে দিল ব্যক্তি
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবতির গায়ে আগুন লাগিয়ে দিল ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) মুজফফরাপুর (Muzaffarpur) জেলায়। জানা গেছে, শনিবার রাতে মুজফফরাপুর জেলার আহিয়াপুর থানা এলাকায় এই ঘটনা ঘটে। এএনআই (ANI)-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুরুতর দগ্ধ বছর কুড়ির ওই যুবতিকে মুজফফরাপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুজফফরাপুর, ৯ ডিসেম্বর: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবতির গায়ে আগুন লাগিয়ে দিল ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) মুজফফরাপুর (Muzaffarpur) জেলায়। জানা গেছে, শনিবার রাতে মুজফফরাপুর জেলার আহিয়াপুর থানা এলাকায় এই ঘটনা ঘটে। এএনআই (ANI)-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুরুতর দগ্ধ বছর কুড়ির ওই যুবতিকে মুজফফরাপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে
আহিয়াপুর থানার সাব ইন্সপেক্টর সুমন ঝা বলেন, "যুবতির শরীররে ৫০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।" পুলিশ অফিসার জানিয়েছেন যে মেয়েটি বর্তমানে এসএমসিএইচের জরুরি ওয়ার্ডে ভর্তি এবং সেখানে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, যুবতির মায়ের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যুবতির বক্তব্য এখনও রেকর্ড করা হয়নি এবং তদন্ত চলছে। আরও পড়ুন: Hyderabad Encounter: হায়দরাবাদকাণ্ডে ৪ অভিযুক্ত এনকাউন্টারের ঘটনায় আজ শুনানি তেলঙ্গানা হাইকোর্টের, রাত ৮ টা পর্যন্ত দাহ করা যাবে না মরদেহ
সম্প্রতি মুজফফরাপুর জেলার আহিয়াপুর গ্রামে একটি ব্যাগ থেকে উদ্ধার হয় ১০ বছরের কিশোরীর মৃতদেহ। দেহটি ময়নাতদন্ত ও সনাক্তকরণের জন্য পাঠানো করা হয়েছে। গত ২৭ নভেম্বর রাতে পেশায় পশু চিকিত্সক ওই তরুণীকে হায়দরাবাদের শামসাবাদ এলাকায় নৃশংসভাবে ধর্ষণ ও খুন করে ৪ জন। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে ২৭ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয় তার দেহ। এরপর পুলিশের গুলিতে এনকাউন্টার হয় চার অভিযুক্ত মহম্মদ আরিফ, জললু শিবা, জললু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলুকে।