মুম্বই, ১৫ মার্চ: দেশের মধ্যে সবচেয়ে দামি পেন্টহাউজ কিনলেন নীরজ বাজাজ (Niraj Bajaj )। বাজাজ অটোর চেয়ারম্যান নীরজ বাজাজ ২৫২ কোটি দিয়ে পেন্টহাউজ কিনলেন মুম্বইতে। দক্ষিণ মুম্বইয়ের মালাবার হিলে ওই বিলাসবহুল পেন্টহাউজ কেনেন নীরজ বাজাজ। দক্ষিণ মুম্বইয়ের মালাবার হাউজে লোধা গ্রুপ যে পেন্টহাউজ তৈরি করে, তা দেশের মধ্যে সবচেয়ে দামি বলে জানা যায়। সমুদ্রমুখী ওই বিলাসবহুল পেন্টহাউজ এবার কিনলেন বাজাজ অটোর চেয়ারম্যান নীরজ বাজাজ। মালাবার হিলে লোধা গ্রুপের ওই পেন্টহাউজ লোধা মালাবার রেসিডেন্সিয়াল টাওয়ারের ২৯ এবং ৩০ ফ্লোর জুড়ে। দক্ষিণ মুম্বইয়ের ওয়ালকেশওয়ার রোডে নীরজ বাজাজের এই বিলাসবহুল পেন্টহাউজের অবস্থান।
১৮,০০৮ স্কয়ার ফিটের ওই পেন্টহাউজে রয়েছে গাড়ি পার্কিংয়ের পরপর ৮টি জায়গা। ৩১ তলার ওই বহুতলের ২৯ এবং ৩০ ফ্লোরেই রয়েছে বিলাসবহুল পেন্টহাউজ। তবে লোধা গ্রুপের ওই বহুতলে অন্য যে অ্যাপার্টমেন্টগুলি রয়েছে, তার দাম ১০০ কোটি কিংবা বেশি। তবে নীরজ বাজাজ কিনে ফেলেন সেখানকার সবচেয়ে দামি এবং বিলাসবহুল পেন্টহাউজটি।