Citizenship Amendment Bill Protest: নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে গুয়াহাটির রাস্তায় নামলেন অসমের অভিনেতা-অভিনেত্রীরাও

একেবারে নাটকীয়ভাবে লোকসভায় মধ্যরাতে পাস হয়ে (Lok Sabha) যায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ (Citizenship Amendment Bill, 2019)। অসমে এই বিল পাস হওয়াকে কেন্দ্র করে জ্বলছে বিক্ষোভের আগুন। মঙ্গলবার ১৬ টি বামপন্থী দল ১২ ঘণ্টার জন্য অসমে বনধ ডেকেছে। এদের মধ্যে নর্থইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন (NESO) ১১ ঘণ্টার বনধ ডেকেছে। সেইমতোই বনধ চলছে রাজ্য (Assam) জুড়ে। এবার এই বিলের বিরোধিতা করে গুয়াহাটির (Guwahati) রাস্তায় নামলেন অসমের অভিনেতা-অভিনেত্রীরাও। এদিন সকালেই পথে বেরিয়ে প্রতিবাদে সামিল হতে দেখা যায় অসমের জনপ্রিয় অভিনেত্রী বর্ষা রানী বিসয়া (Barsha Rani Bishaya) থেকে অভিনেতা উৎপল দাসকেও (Utpal Das)।

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমের অভিনেতা-অভিনেত্রীরাও (Photo Credits: ANI)

গুয়াহাটি, ১০ নভেম্বর: একেবারে নাটকীয়ভাবে লোকসভায় মধ্যরাতে পাস হয়ে (Lok Sabha) যায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ (Citizenship Amendment Bill, 2019)। অসমে এই বিল পাস হওয়াকে কেন্দ্র করে জ্বলছে বিক্ষোভের আগুন। মঙ্গলবার ১৬ টি বামপন্থী দল ১২ ঘণ্টার জন্য অসমে বনধ ডেকেছে। এদের মধ্যে নর্থইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন (NESO) ১১ ঘণ্টার বনধ ডেকেছে। সেইমতোই বনধ চলছে রাজ্য (Assam) জুড়ে। এবার এই বিলের বিরোধিতা করে গুয়াহাটির (Guwahati) রাস্তায় নামলেন অসমের অভিনেতা-অভিনেত্রীরাও। এদিন সকালেই পথে বেরিয়ে প্রতিবাদে সামিল হতে দেখা যায় অসমের জনপ্রিয় অভিনেত্রী বর্ষা রানী বিসয়া (Barsha Rani Bishaya) থেকে অভিনেতা উৎপল দাসকেও (Utpal Das)।

এদিন সকাল থেকেই গুয়াহাটি এবং ডিব্রুগড়ে (Dibrugarh) বন্ধ হয়ে যায় দোকানপাট, স্কুল, কলেজ। বাতিল হয়েছে একাধিক পরীক্ষাও। বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার পুড়িয়ে দেয়। জাতীয় সড়ক বন্ধ করেও চলছে বিক্ষোভ। ফলে তুমুল অসুবিধের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। অল অসম ছাত্র সংগঠনও (AASU) বনধের সমর্থনে বিলটির বিরোধিতায় পথে নামে। ভোর ৫ টা থেকে তারা বনধের ডাক দেয়। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এই বনধকে সমর্থন জানায়। এছাড়াও সুতিয়া, মোরান এবং কোচ রাজবংশীর মত আদিবাসী ছাত্র সংগঠনগুলি বন্ধে অংশগ্রহণ করার কথা জানায়। কেএমএসএস-র সদস্য অখিল গগৈ (Akhil Gogoi) সাংবাদিক বৈঠক করে বিস্তারিতভাবে তা জানান। কিছু মানুষকে রাস্তায় অর্ধনগ্ন হয়েো বিক্ষোভ করতে দেখা যায়। অসম ও ত্রিপুরায় লখিমপুর, তিনসুকিয়া, ডিব্রুগড়, শিবসাগর, জোড়হাট, বংগাইগাওঁ ইত্যাদি এলাকাতেও টানা বিক্ষোভ চলছে। এসএফআই, ডিওয়াইএফওয়াই, আইসা, এআইএসএফ-এর মতো বামপন্থী দলগুলি বিলটি বাতিলের সিদ্ধান্ত দাবি করে রাস্তায় নামে। অসম রাজ্যের জমিয়ত উলমাও এই বিলটির বিরোধিতা করেছে। এমনকি বিলটির বিপক্ষে অরুণাচলপ্রদেশ ছাত্র সংগঠনও বনধে অংশগ্রহণ করে। কেএমএসএসসহ আরও কিছু দল আজ রাজ্যজুড়ে বনধের কর্মসূচি নিয়েছে। আরও পড়ুন: Citizenship Amendment Bill: জেনে নিন নাগরিকত্ব সংশোধনী বিলের জন্য কারা, কীভাবে অসুবিধায় পড়তে পারেন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে মোতায়েন রয়েছে কড়া পুলিসি প্রহরা। অশান্তির কথা মাথায় রেখে অসমের লখিমপুর ও সোনিতপুর জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন (WhatsApp Helpline)।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now