Dharavi: মহারাষ্ট্রের করোনা হটস্পট ধারাভিতে গত এক সপ্তাহে মৃতের সংখ্যা শূন্য, কমেছে আক্রান্তের সংখ্যাও

এশিয়ার বৃহত্তম বস্তি, মহারাষ্ট্রের অন্যতম হটস্পট ধারাভি থেকে গত এক সপ্তাহে করোনাভাইরাসের কারণে একটিও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুধু তাই নয়, করোনায় আক্রান্তের সংখ্যাও ধারাভিতে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ৭ জুন পর্যন্ত ধারাভিতে ১,৯১২ জন করোনায় আক্রান্ত। সেখানে মৃতের সংখ্যা ৭১। আর সুস্থ হয়েছেন ৯০০ এরও বেশি রোগী।

ধারাভি (Photo Credits: Wikimedia Commons)

মুম্বই, ৮ জুন: এশিয়ার বৃহত্তম বস্তি, মহারাষ্ট্রের অন্যতম হটস্পট (Hotspot) ধারাভি (Dharavi) থেকে গত এক সপ্তাহে করোনাভাইরাসের কারণে একটিও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুধু তাই নয়, করোনায় আক্রান্তের সংখ্যাও ধারাভিতে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ৭ জুন পর্যন্ত ধারাভিতে ১,৯১২ জন করোনায় আক্রান্ত। সেখানে মৃতের সংখ্যা ৭১। আর সুস্থ হয়েছেন ৯০০ এরও বেশি রোগী।

জুন ১ থেকে ৭ পর্যন্ত ধারাভিতে করোনাভাইরাসজনিত (Coronavirus) কারণে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ২৯ এপ্রিল পর্যন্ত ৯১ জন আক্রান্ত হয়েছিলেন এবং এরপর জুন ১ পর্যন্ত ৩৪ জন আক্রান্ত হন। এরপর ৭ জুন পর্যন্ত ১৩ টি ইপজিটিভ কেস পাওয়া গেছে। "ফিভার ক্যাম্পগুলিতে পর্যাপ্ত পরিমাণে স্ক্রিনিং এবং সঠিক সময়ে আইসোলেশন করার ফলেই আটকানো গেছে আক্রান্তের সংখ্যা", বলে জানান বিএমসি সহকারী পৌর কমিশনার কিরণ দিঘবকর। আরও পড়ুন, করোনা আক্রান্তের সংখ্যার বিচারে চিনকে ছাড়িয়ে গেল মহারাষ্ট্র

ধারাভিতে এপ্রিলে প্রথম করোনভাইরাস কেস ধরা পড়ে। "যদিও বাড়িতেই ৩৮,০০০ মানসুহাকে আইসোলেট করা হয়েছিল। এদের মধ্যে ৮,৫০০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। এটিই সংক্রমণ রোধ করতে সহায়তা করে বলে জানান দিঘবকর। এদিকে মহামারীতে সবথেকে দূরবস্থায় মহারাষ্ট্র (Maharashtra)। এই রাজ্যে মোট আক্রান্ত ৮৫ হাজার ৯৭৫ জন। এই সংখ্যার পরিপ্রেক্ষিতেই মহরাষ্ট্র কোভিডে চিনকে পিছনে ফেলে এগিয়ে গেল। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী আজকের দিন পর্যন্ত চিনে মোট করোনা আক্রান্ত ৮৪ হাজার ১৯১ জন। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ৬০ জন। যেখানে সুস্থ হয়ে উঠেছে ৩৯ হাজার ৩১৪ জন। মুম্বইতেই শুধু আক্রান্ত ৪৮ হাজার ছাড়িয়েছে।