Ahmedabad Court: মুসলিম মায়ের সম্পত্তি পাবে না হিন্দু মেয়েরা, নির্দেশ আমেদাবাদের আদালতের
হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল মা। এর জেরে মায়ের সম্পত্তির উপর কোনও অধিকার থাকতে পারে না তাঁর হিন্দু সন্তানদের। মুসলিম আইন) অনুযায়ী এই নির্দেশই দিল গুজরাটের আমেদাবাদের একটি আদালত।
আমেদাবাদ: হিন্দু ধর্ম (Hindu) থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম (Islam) গ্রহণ করেছিল মা। এর জেরে মায়ের সম্পত্তির (Mother's Property) উপর কোনও অধিকার থাকতে পারে না তাঁর হিন্দু সন্তানদের (Hindu)। মুসলিম আইন (Islamic law) অনুযায়ী এই নির্দেশই দিল গুজরাটের (Gujarat) আমেদাবাদের (Ahmedabad) একটি আদালত (Court)।
১৯৭৯ সালে রঞ্জন ত্রিপাঠী নামে এক মহিলার স্বামীর মৃত্যু হয়। ওই ব্যক্তি ভারত সঞ্চার নিগম লিমিটেডে (BSNL) চাকরি করতেন। তাঁর মৃত্যুর সময় রঞ্জনা ত্রিপাঠি গর্ভবতী ছিলেন ও তাঁর দুই কন্যা সন্তান ছিল। মানবিকতার খাতিরে ওই মহিলাকে ক্লার্কের চাকরিতে নিয়োগ করে বিএসএনএল।
চাকরি নিযুক্ত হওয়ার কিছুদিন পর ওই মহিলার আরও একটি কন্যাসন্তান হয়। কিন্তু, এর কিছুদিন পরেই সন্তানদের স্বামীর পরিবারের দায়িত্বে ফেলে রেখে এক মুসলিম (Muslim) ব্যক্তির সঙ্গে চলে যান রঞ্জন।
এর জেরে ১৯৯০ সালে তাঁদের রক্ষণাবেক্ষণের জন্য খোরপোষ দাবি করে একটি মামলা দায়ের করেন তিন মেয়ে। পরে সেটিতে জয়লাভও করেন তাঁরা। এদিকে ১৯৯৫ সালে ওই মুসলিম ব্যক্তিকে বিয়ে করার পাশাপাশি ইসলাম ধর্ম গ্রহণ করে রেহানা মালেক নাম গ্রহণ করেন। পরে তাঁর একটি পুত্রসন্তান হয়।
২০০৯ সালে রঞ্জন মারা যাওয়ার পর তাঁর তিন মেয়ে মায়ের সম্পত্তির অধিকার চেয়ে আদালতে মামলা করে। কিন্তু, সবদিক খতিয়ে দেখার পর আদালত জানায় মুসলিম আইন অনুয়ায়ী মুসলিম মায়ের সম্পত্তি হিন্দু সন্তানরা পেতে পারেন না। একমাত্র একজন মুসলিমই প্রয়াত মুসলিমের সম্পত্তি পেতে পারেন। তাই আইনত রঞ্জনের মেয়েরা তাঁর সম্পত্তির ভাগীদার হতে পারে না। একমাত্র রঞ্জনের মুসলিম স্বামীর গর্ভে জন্মানো পুত্র সন্তানই তাঁর সম্পত্তির অধিকারী।