আহমেদাবাদ, ৭ জানুয়ারি: একটি বিয়ের (Wedding) অনুষ্ঠান থেকে ১৭ বছরের কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ১৭ বছরের ওই কিশোরীকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই কিশোরী কোথায় গেল, তা খুঁজতে গিয়ে একটি ভয়াবহ তথ্য সামনে আসে। রিপোর্টে প্রকাশ, বছর ১৭-র ওই কিশোরীকে গত ১০ মাস ধরে যৌন হেনস্থা করতে থাকে এক ব্যক্তি। এইচআইভি পজিটিভ (HIV Positive) ওই ব্যক্তির হাতে টানা ১০ মাস ধের হেনস্থা হতে হয় ওই কিশোরীকে।
আহমেদাবাদ পুলিশ (Ahmedabad Police) খোঁজ চালিয়ে অবশেষে খুঁজে বের করে ওই কিশোরীকে। জানা যায়, মধ্যপ্রদেশে একটি ঘরে আটকে রাখা হয় ১৭-র কিশোরীকে। বন্ধ ঘরে শুধুমাত্র খাবার দিয়ে আটকে রাখা হত তাকে। ২০২৪ সালের ২২ মার্চ ওই কিশোরী নিখোঁজ হয়। এরপর খোঁজ চালিয়ে চলতি বছর ৩ ফেব্রুয়ারি তাকে উদ্ধার করা হয় বলে খবর।