বিজেপি নেতৃত্বের সঙ্গে দীর্ঘসময় ধরেই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়ের (Rupali Ganguly)। অবশেষে এবার সেই ঘনিষ্ঠতার কারণেই বিজেপিতে যোগ দিলেন ছোটপর্দার 'অনুপমা'। বুধবার বিজেপির দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন অভিনেত্রী।
যোগ দিয়ে রূপালী বলেন, "আমার মতে একজন নাগরিক হিসেবে প্রতিটি মানুষের উন্নয়নের মহাযজ্ঞে সামিল হওয়া উচিত। আমিও চেয়েছিলাম, অবশেষে সেই সুযোগ পেলাম। এখন আমি মোদীজির বলা রাস্তা ধরে এগোতে চাই এবং দেশের কল্যাণে সাহায্য করতে চাই"।
#WATCH | Actress Rupali Ganguly joins BJP at the party headquarters in Delhi. pic.twitter.com/CjRafwFd3W
— ANI (@ANI) May 1, 2024
ছোটপর্দার অন্যতম সফল অভিনেত্রী রূপালী দীর্ঘদিন ধরেই অভিনয় জগতে রয়েছেন। তবে রাজনৈতিক ময়দানে তিনি একদমই নতুন তা কিন্তু নয়। কেন্দ্র সরকারের একাধিক অনুষ্ঠানে তাঁকে সঞ্চালনা করতে দেখা যায়। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলেও জানা যায়। তবে সরাসরি রাজনৈতিক ময়দানে এতদিন তাঁকে দেখা যায়নি। এবার দেখার আগামীদিনে রূপালী কতটা সফল হন রাজনীতিতে।