Kangana Ranaut, Uddhav Thackeray (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ জুন:  মহারাষ্ট্রে চরম রাজনৈতিক সঙ্কট চলছে। উদ্ধব ঠাকরের (Uddhav Thackera) সরকার নিয়ে অলাবস্থা শুরু হয়েছে। শিবসেনার বিধায়ক একনাথ শিন্ডে বিদ্রোহ ঘোষণার পরই উদ্ধব সরকারকে নিয়ে টালমাটাল শুরু হয়েছে। মহারাষ্ট্রে যখন রাজনৈতিক সঙ্কট চরমে, সেই সময় ভাইরাল হল কঙ্গনা রানাউতের একটি ভিডিয়ো। সম্প্রতি কঙ্গনার পালি হিলের অফিসের বেশ কিছুটা অংশ অবৈধ ঘোষণার পর, বিএমসি তা গুঁড়িয়ে দেয়। কঙ্গনার অফিসে যখন বুলডোজার চালানো হয়, সেই শিবসেনা সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেন বলিউড অভিনেত্রী।

কঙ্গনার (Kangana Ranaut) অফিসের একাংশ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এই অভিযোগে মহারাষ্ট্র সরকার যখন বুলডোজার চালায়, সেই সময় অভিনেত্রী বলেন, আজ তাঁর ঘর ভাঙছে, কাল উদ্ধব সরকারের অঙঙ্কার ভাঙবে।

আরও পড়ুন:  Droupadi Murmu: আগামী ২৪ জুন মনোনয়ন পত্র জমা দেবেন দ্রৌপদী মুর্মু

 

মহারাষ্ট্রে (Maharashtra) সরকার টিকিয়ে রাখতে যখন শিবসেনার অবস্থা টালমাটাল, সেই সময় কঙ্গনার সেই পুরনো ভিডিয়ো ভাইরাল হতে শুরু শুরু করে হু হু করে। কঙ্গনার সেই পুরনো ভিডিয়ো শেয়ার করে কেউ কেউ বলতে শুরু করেন, একমাত্র এই অভিনেত্রীই বুঝতে পারেন, ভবিষ্যতে কী হতে চলেছে।