Train fire in Telangana: সেকেন্দ্রাবাদ স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে
একের পর এক দুর্ঘটনার কারণে আপাতত খবরের শিরোনামে ভারতীয় রেল। কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তেলেঙ্গানায় সেকেন্দ্রাবাদ স্টেশনের রেল নিলায়মের কাছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ওভারব্রিজের নীচে দাঁড়িয়ে থাকা কয়েকটি কোচে আচমকাই আগুন দেখতে পান রেলকর্মীরা। যদিও ট্রেনের কোচগুলি ফাঁকা ছিল। তবে আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁরা খবর দেয় স্থানীয় দমকল অফিসে। সেখান থেকে দমকলের ইঞ্জিন এসে ঘন্টাখানেকের মধ্যে অবশ্য আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্যান্ট্রি কার ও এসি কোচে আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। মূলত প্যান্ট্রি কোচ থেকেই আগুনটি লেগেছে বলে অনুমান দমকল আধিকারিকদের। আধিকারিক জানান, আজ সকাল ১০টা ৫০ নাগাদ তাঁদের কাছে খবর আসে। তারপরেই তাঁরা দুর্ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন আগুন গ্রাস করে নিয়েছে ওইদুটি কোচকে। তবে দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কোনও যাত্রী বা রেলকর্মী ট্রেনের মধ্যে উপস্থিত না থাকার কারণে হতাহতের কোনও খবর নেই।
প্রসঙ্গত, বিগত কয়েকবছরে একাধিক রেল দুর্ঘটনার খবর সামনে আসছে। কখনও করমণ্ডল রেল দুর্ঘটনার মতো বড়সড় ঘটনা ঘটছে, কখনও আবার কাঞ্চনজঙ্ঘার মতোও ঘটনা ঘটেছে। এছাড়া চলন্ত ট্রেনে আগুনের ঘটনাও সামনে আসছে। সবমিলিয়ে বারংবার প্রশ্নের মুখে পড়ছে ভারতীয় রেল বিভাগ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।