Locket Chatterjee: ২৬-এর আগেই তৃণমূল সরকারের পতন হবে, দাবি লকেট চট্টোপাধ্যায়ের

কলকাতা, ০১ জুন: আর মাত্র কয়েকঘন্টার মধ্যে এই বছরের মতো শেষ হবে লোকসভা নির্বাচনের ভোটপ্রক্রিয়া। আর এবারের নির্বাচনে জয়লাভ নিয়ে আশাবাদী বিজেপি শিবির। বিশেষ করে বঙ্গের রাজনীতিতে বিজেপি বড়সড় সাফল্য পাবে, এই ব্যাপারে নিশ্চিত রাজ্য নেতৃত্ব। এমনকী এই ভোটের ফলাফলের মাধ্যমে বাংলার রাজনীতিতে তৃণমূলের পতনের শুরু হবে বলে মনে করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। শনিবার উত্তর ২৪ পরগনার দমদম কেন্দ্রের একটি বুথে ভোট দিতে এসেছিলেন তিনি। তখনই তিনি এমন দাবি করেন।

হুগলির বিজেপি প্রার্থী বলেন, "খুব ভালো হওয়ার আশা আছে আমাদের। অনেক লোক বিজেপিকে ভোট দিচ্ছেন। এমনকী তৃণমূলে থাকা অনেক নেতা কর্মী যারা দলের নীতির সঙ্গে যেতে পারছেন না, যারা এই দুর্নীতিকে সমর্থন করেন না তাঁরাও বিজেপিকে ভোট দিচ্ছেন। তাঁরাও চায় কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসুক। এবারে বাংলা থেকে ৩০টির বেশি আসন পাবো আমরা, এই বিষয়ে একেবারে নিশ্চিত। আর এবারের ফলাফল বলে দেবে ২৬-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে কিনা। আমার তো মনে হয় ২৬-এর আগেই তৃণমূল সরকারের পতন হয়ে যাবে"।

পাশাপাশি কেন্দ্রে পদ্মের বিরুদ্ধে হাত শিবির কতটা টক্কর দিতে পারবে, "এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, কংগ্রেস কোনও প্রতিযোগীতাতেই নেই। আগের বারের থেকে আরও কম আসন পাবে ওঁরা"। যদিও বিজেপি একদিকে যখন জয় নিয়ে আশাবাদী তখন অন্যদিকে হাল ছাড়তে নারাজ বিরোধীরা। একদিকে তৃণমূল নেতৃত্বের মতে বিজেপি গতবারের থেকেও কম আসন পাবে বাংলায়। অন্যদিকে কংগ্রেস নেতাদের দাবি, কেন্দ্রে এবার নিশ্চিতভাবে সরকার পাল্টাবে এবং ইন্ডিয়া জোট সরকার গঠন করবে।



@endif