COVID-19 Tally Rises: দেশে বিপুল হারে বৃদ্ধি পেল করোনাক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮,৩৮০

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আরও বৃদ্ধি পেল করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা। গতকালের থেকেও বেশি হারে বাড়ল আক্রান্তের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একদিনে সংক্রমিত ৮ হাজার ৩৮০ জন। যার ফলে মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,৮২,১৪৩। এই দিনই করোনাক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সর্বাধিক। করোনাভাইরাসজনিত কারণে মৃতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৩ জন, মোট সংখ্যা ৬,১৬৪।

ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩১ মে: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আরও বৃদ্ধি পেল করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা। গতকালের থেকেও বেশি হারে বাড়ল আক্রান্তের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একদিনে সংক্রমিত ৮ হাজার ৩৮০ জন। যার ফলে মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,৮২,১৪৩। এই দিনই করোনাক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সর্বাধিক। করোনাভাইরাসজনিত কারণে মৃতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৩ জন, মোট সংখ্যা ৬,১৬৪।

মোট করোনাক্রান্তের মধ্যে ৮৯,৯৯৫ জটি সক্রিয় কেস রয়েছে। সুস্থতার সংখ্যাও বেড়েছে। ৮৬,৯৮৩ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪,৬১৪ জন সুস্থ হয়েছেন। আক্রান্তের সংখ্যায় সব থেকে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রের। এছাড়াও তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত— এই তিন রাজ্যের অবস্থায় শোচনীয়। কেরলে শুরু হয়েছিল দেশের করোনা সংক্রমণ। তার পরই শীর্ষে চলে আসে মহারাষ্ট্র। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে সেখানে। এখনও সেই ধারা অব্যাহত। দেশের মধ্যে সংক্রমণের হারে শীর্ষে সেই মহারাষ্ট্র। করোনাভাইরাসে যেমন মানুষ আক্রান্ত হচ্ছেন, তেমন সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও নেহাত কম না। আরও পড়ুন, 'আম্ফানে বিপর্যস্ত বাংলা ও ওড়িশার পাশে দেশ', 'মন কি বাত'-এ দুর্যোগ মোকাবিলায় দুই রাজ্যের প্রশংসা নরেন্দ্র মোদির

তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টা ধরে নতুন করে ৯৩৮ জন নতুন করে আক্রান্ত, যার মোট সংখ্যা ২১,১৮৪ তে দাঁড়িয়েছে। ৬ জন মৃত, যার ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০০। দিল্লিতে একদিনে ১,১৬৩ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। মোট সংখ্যা এখন ১৮,৫৪৯, মৃতের সংখ্যা ৪১৬। গুজরাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭ জন। মোট আক্রান্ত ১৬,৩৫৬। এরই মধ্যে ১ জুন থেকে পঞ্চম দফার লকডাউন জারি রাখলেও শিথিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করে অর্থনীতি চাঙ্গা করার সিদ্ধান্তেই হাঁটল কেন্দ্র সরকার।