মুম্বই, ৮ অগাস্ট: বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) বিশেষ পদ রেঁধে খাওয়ালেন শেফ হর্ষ দীক্ষিত। বিরাট এবংঅনুষ্কাকে 'সাপ' রেঁধে খাওয়ান হর্ষ। কি শুনে অবাক হচ্ছেন তো? প্রথমত, সাপের নাম শুনেই অনেকে নাচ কুঁচকোচ্ছেন। দ্বিতীয়ত, অনেকে মনে করছেন বিরাট, অনুষ্কা তো নিরামিষাসী, তাহলে তাঁরা কেন আমিষ জাতীয় খাবার খাবেন, তাইতো? ভেঙেই বলা যাক তাহলে।
২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট, অনুষ্কা। ২০১৯ সালে তাঁদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে বিরুষ্কা যান ভিয়েতনামিজ় খাবার খেতে। আর সেখানেই ভিয়েতনামিজ় খাবার পোহ-তে মজেন তারকা দম্পতি। শেফ হর্ষ দিক্ষীত বিরাট, অনুষ্কাকে (ভিগান অর্থাৎ প্রাণীজ প্রোটিন যেখানে নেই) ভিগান পোহ বানিয়ে খাওয়ান, তাও চিচিঙ্গা অর্থাৎ স্নেক গোর্ড দিয়ে তৈরি করে।
মাছ, মাংস ছেড়ে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি ভিগান হয়েছেন। আর সেই ধারা বজায় রাখতেই তাঁরা কোনও ধরনের প্রাণীজ প্রোটিন ছুঁয়েও দেখেন না। ফলে শেফ হর্ষ দীক্ষিতের হাতে ভিয়েতনামিজ় পোহ খেয়ে বেজায় খুশি হন বিরাট-অনুষ্কা।
হর্ষ দীক্ষিত যে ছবি পোস্ট করেন দেখুন...
View this post on Instagram