Nusrat Jahan: যশ নন, এ কার কোলে মাথা রেখে শুয়ে নুসরত জাহান

রবিবার ছুটির দিন উপভোগ করতে দেখা গিয়েছে নুসরতকে। রোদেলা দিনে ঘাসের উপর শুয়ে নায়িকা। মাথা রেখেছেন অন্য কারুর শরীরে।

কলকাতা, ৩০ জানুয়ারিঃ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। নিজের নিত্য দিনের আপডেট থেকে শুরু করে ফটোশুট সকল কিছুই নায়িকা ভাগ করে নেন নিজের অনুরাগীদের সঙ্গে। রবিবার নায়িকা নিজের ইনস্টাগ্রাম হ্যাডেল থেকে দুটি ছবি শেয়ার করেছেন। রবিবার ছুটির দিন উপভোগ করতে দেখা গিয়েছে নুসরতকে। রোদেলা দিনে ঘাসের উপর শুয়ে নায়িকা। মাথা রেখেছেন অন্য কারুর শরীরে। তবে সেই অন্য কেউ মোটেই স্বামী যশ (Yash Dasgupta) নন। তবে? প্রিয় পোষ্যের পিঠে মাথা পেতে শুয়ে থাকতে দেখা গিয়েছে নুসরত জাহানকে (Nusrat Jahan)। ক্যাপশনে লেখা, ‘আমরা এভাবেই রবিবার কাটাই’

রবিবারের আরাম নুসরত জাহানেরঃ 

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)