অভিনয় দুনিয়ায় দীর্ঘ কয়েক দশক ধরে রাজ করেছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। নায়ক থেকে খলনায়ক, এমন কোনও চরিত্র নেই, যা তিনি করেননি। বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। তবে অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশি চর্চাতেই থেকেছেন। তবে বর্তমানে অতীতের সমস্ত ঘটনা ভুলে কেরিয়ার নিয়েই তিনি এখন বেশ ব্যস্ত। এরমধ্যেই কেরিয়ার সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন সঞ্জয়। এবার রেস্তোরাঁ ব্যবসায় পা দিলেন সুনীল-নার্গিসের পুত্র। মুম্বইয়ের প্রাইম লোকেশনে খুলে ফেললেন তাঁর প্রথম রেস্তোরাঁ সোলেয়ার।
মুম্বইয়ে রেস্তোরাঁর উদ্বোধন হয়েছে
আসলে দীর্ঘদিন ধরেই রেস্তোরাঁ খোলার পরিকল্পনা ছিল তাঁর। অবশেষে ৯ সেপ্টেম্বর সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে সুখবর জানান তিনি। জানা যাচ্ছে, মুম্বইয়ের বিকেসি এলাকায় খোলা হয়েছে সোলেয়ার। আগামীদিনে বিভিন্ন শহরে বিলাসবহুল এই রেস্তোরাঁর আরও আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে সঞ্জয়ের। এদিন সোশাল মিডিয়ায় সুখবর জানানোর পাশাপাশি ভক্তদের আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
সোশাল মিডিয়ায় কী বার্তা সঞ্জয়ের?
সামাজিক মাধ্যমে ভিডিয়ো পোস্ট করে সঞ্জয় দত্ত লেখেন, “আমি সারা দুনিয়ায় বিভিন্ন রকমের খাবার খেয়েছি। এবার পালা খাওয়ানোর। এটা কেবল শুরু। সকলকে আসার অনুরোধ করলাম”। জানা যাচ্ছে, এই রেস্তোরাঁয় এশিয়ান, ইন্ডিয়া, চাইনিজ, ইতালিয়ান, সমস্ত কুইজিনের বিস্তৃত সম্ভার রয়েছে। সেই সঙ্গে রয়েছে চোখধাঁধানো ইন্টেরিয়ার।