দিল্লি, ৩০ জুলাই: দিল্লি (Delhi) থেকে পালিয়ে মুম্বইতে (Mumbai)। তাও সলমন খানের (Salman Khan) জন্য। বলিউড ভাইজানের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে গত ২৫ জুলাই পালিয়ে যায় ৩ কিশোর। দিল্লির বাড়ি থেকে পালিয়ে মহারাষ্ট্রের নাসিক স্টেশন পর্যন্ত চলে যায় তারা। বলিউড সুপারস্টার সলমন খানের সঙ্গে দেখা করতে ওই ৩ কিশোর বাড়ি থেকে পালিয়ে যায় বলে খবর মেলে। বাড়ি থেকে পালানোর ৪ দিন পর ওই ৩ জনকে নাসিক থেকে নিরাপদে উদ্ধার করা হয় বলে খবর।
রিপোর্টে প্রকাশ, ৯, ১১ এবং ১৩ বছরের ওই ৩ কিশোর দিল্লি থেকে পালিয়ে যায়। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তাদের মহারাষ্ট্র থেকে পাকড়াও করা হয়। সুপারস্টারের সঙ্গে দেখা করতেই ওই ৩ জনকে বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানায় তারা।
বাড়িতে কাউকে কিছু না বলে গত ২৫ জুলাই ওই ৩ জন পালিয়ে যায়। ছেলেদের কোনও খবর না পেয়ে পরিবার স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ এরপর ওই ৩ কিশোরের খোঁজে জোরদার তল্লাশি শুরু করে। দিল্লি থেকে মহারাষ্ট্রের জলনায় যাওয়ার কথা থাকলেও, তারা পরিকল্পনা বদলে ফেলে। ফলে নাসিকে পৌঁছে যায় তারা। এরপর নাসিক থেকেই ওই ৩ জনকে পুলিশ পাকড়াও করে।
দিল্লির সদর বাজার এলাকার একই স্কুলে পড়াশোনা করে ওই ৩ কিশোর। ফলে স্কুল থেকেই যে তারা মুম্বইতে যাওয়ার পরিকল্পনা করে, তা কার্যত স্পষ্ট।
হাতে লেখা চিঠি উদ্ধার পুলিশের
দিল্লির বাড়ি থেকে ওই ৩ কিশোরের হাতে লেখা চিঠি পুলিশ খুঁজে পায়। যেখানে তারা স্পষ্ট জানায়, মহারাষ্ট্রের জলনায় ওয়াহিদ নামে একজনের সঙ্গে তারা দেখা করবে। তারপর সুপারস্টার সলমন খানকে দেখবে তারা। পুলিশ এরপর সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। যেখানে দেখা যায়, আজমেরি বাজারে গিয়ে ওই ৩ কিশোর নয়াদিল্লি স্টেশন থেকে ট্রেনে ওঠে। সচখন্দ এক্সপ্রেসে তারা ওঠে। এরপর মহারাষ্ট্রের জলনায় যাওয়ার পরিকল্পনা থাকলেও, তারা শেষ পর্যন্ত নাসিকে নামে।
পুলিশের জোরদার পদক্ষেপ
দিল্লি পুলিশ এরপর মহারাষ্ট্রের জলনা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। ওয়াহিদের সঙ্গে ওই ৩ কিশোরের কোনও যোগাযোগ হয়নি বলে জানতে পারে। তারপর তারা নাসিক পুলিশের সঙ্গেও সংযোগ স্থাপন করে। নাসিক পুলিশই এরপর ওই ৩ কিশোরকে প্ল্যাটফর্ম থেকে ধরে ফেলে।