করোনায় আক্রান্ত ঐন্দ্রিলা

কলকাতা, ১ এপ্রিল : করোনায় (Corona) আক্রান্ত ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। মালদ্বীপে বেড়াতে গিয়ে কোভিড আক্রান্ত হন ঐন্দ্রিলা। ফলে মালদ্বীপেই কোয়ারেন্টিনে রয়েছেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী। ঐন্দ্রিলার করোনায় আক্রান্ত হওয়ার খবরে জোর কদমে শোরগোল শুরু হয়েছে।

সম্প্রতি মুক্তি পায় অঙ্কুশ-ঐন্দ্রিলার একযোগের প্রথম ছবি 'ম্যাজিক'। ওই ছবি মুক্তি পাওয়ার পর দুজনে পাড়ি দেন সৈকত শহরে। শোনা যায়, চলতি বছরেই নাকি সাতপাকে বাঁধা পড়বেন টলিউডের এই জনপ্রিয় জুটি। যদিও সেই দিনক্ষণ কবে স্থির করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন : Mimi Chakraborty : প্রচারে বেরিয়ে পায়ে চোট, ব্যাথায় কাবু মিমি?

বিয়ের আগে নিজেদের মতো করে সম্প্রতি একটি ফ্ল্যাটও সাজিয়ে ফেলেন অঙ্কুশ, ঐন্দ্রিলা। তবে নিজেদের কাজের জন্যই কি এই জুটি ওই ফ্ল্যাট সাজিয়ে তোলেন, সে বিষয়ে প্রশ্ন তোলেন অনেকেই।

আরও পড়ুন : Ajaz Khan : মাদক মামলায় যোগ, এনসিবি হেপাজতই থাকছেন আজাজ খান

গোরব-দেবলীনা, নীল-তৃণা, সৌরভ-ত্বরিতা, ওম-মিমির পর এবার অঙ্কুশ-ঐন্দ্রিলার হাই প্রোফাইল বিয়েতে টলিউড সেজে উঠবে বলে মনে করছেন তাঁদের অনুরাগীরা।