Kangana Ranaut (Photo Credit: ANI/Twitter)

কলকাতাঃ বেশ কিছু বছর হল রাজনীতির ময়দানে নেমেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangna Ranawat) । চব্বিশের নির্বাচনে (Lok Sabha Election 2024)  মান্ডি (Mandi) কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তিনি। রোদে পুড়ে সাড়ছেন প্রচার। কখনও জনসভা, কখনও আবার রোড শো, নির্বাচনী কর্মসূচী নিয়ে মেতে রয়েছেন সারাদিন। ভোট আবহের মাঝেই জানালেন, জিতলে বলিউড ছাড়বেন তিনি।

সম্প্রতি কঙ্গনার এই মন্ত্যব অবাক করেছে অনেককেই। এত দিন ধরে তিলে-তিলে গড়া উজ্জ্বল কেরিয়ারে ইতি টান কি এত সহজ? প্রশ্ন অনেকের মুখেই। তবে এ ব্যাপারে অভিনেত্রীর মতামত খুব স্পষ্ট। তিনি সাফ জানিয়েছেন, বলিউড একটা মিথ্যে জায়গা। এ বার বেরোতে চাই এখান থেকে। তাঁর কথায়, "এই ইন্ডাস্ট্রি একটা মিথ্যের জায়গা। বাইরে থেকে এই জগৎটাকে যতটা উজ্জ্বল মনে হয় আসলে তা একেবারেই নয়। আমি লেখালিখি করতাম। কখনও সেভাবে অভিনয় করতে চাইনি। ফাঁকা সময়ে একটু-আদটু অভিনয় করতাম, তবে এটা আমার পেশা হোক চাইনি। তাই এ বার এই মোহ কাটিয়ে বেরোতে চাই।"