Kangana Ranaut (Photo Credit: X)

নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সম্প্রতি তাঁর মুম্বইয়ের (Mumbai) বিলাসবহুল বাংলো বিক্রি করেছেন। অভিনেত্রী সম্প্রতি তাঁর আসন্ন ছবি 'এমার্জেন্সি'-এর জন্য শিরোনামে রয়েছেন। জরুরি বিতর্কের জেরে মুক্তি পাচ্ছে না অভিনেত্রীর ছবি। গত ৫ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল ৷ কিন্তু শিখ সম্প্রদায়ের বিরোধিতার কারণে 'এমারজেন্সি' ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সেন্সর বোর্ডও কঙ্গনার ছবিকে সার্টিফিকেট দেয়নি ৷ এদিকে তাঁকে তাঁর মুম্বইয়ের বাংলোও বিক্রি করতে হয়েছে।

বাংলো বিক্রির কারণ

বান্দ্রার পালি হিল (Bandra Pali Hill) এলাকায় অবস্থিত বিলাসবহুল বাংলোটি ৩২ কোটি টাকায় বিক্রি করেছেন কঙ্গনা। যেখানে অভিনেত্রীর নিজস্ব অফিসও ছিল। এই বাংলোতে বিএমসির বুলডোজারও চালানো হয়েছে। কঙ্গনা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলো বিক্রির পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তিনি বলেন, ‘ইমার্জেন্সি’ ছবিটি মুক্তির জন্য অনেক পরিশ্রম করেছি। আমি এই ছবিতে আমার সম্পূর্ণ ব্যক্তিগত সম্পত্তি বিনিয়োগ করেছি। এখন ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ায় অর্থের অভাবে বাংলো বিক্রি করতে হয়েছে।'

বাংলোটি কবে কিনেছিলেন কঙ্গনা

কঙ্গনা রানাউতের এই বাড়িটি মুম্বইয়ের একটি পশ এলাকা বান্দ্রার পালি হিলে অবস্থিত। কঙ্গনা ২০১৭ সালে ২০ কোটি টাকায় এটি কিনেছিলেন এবং ২০১৯ সালে সেখানে তাঁর মণিকর্ণিকা ফিল্মস অফিসও খুলেছিলেন। এক বছর পরে ২০২০ সালে BMC বাংলোটি বুলডোজ করে। এবার অবশেষে এই বাংলো বিক্রি করে দিলেন অভিনেত্রী।