Kajol Video (Photo Credit: X/Screengrab)

মুম্বই, ৩ অক্টোবর: প্রত্য়েক বছর ধুমধাম করে দুর্গা পুজো (Durga Puja 2025) হয় মুখোপাধ্যায় বাড়িতে। প্রত্যেক বছর রানি মুখোপাধ্যায় (Rani Mukerji), কাজলরা (Kajol) পুজোর আয়োজন করেন সাড়ম্বরে। এবারও তার অন্যথা হয়নি। কাজল এবং রানি পরিবারের প্রত্যেকের সঙ্গে দুর্গা পুজোর আয়োজন করেন। যে পুজোয় রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া-র মত তারকারা হাজির হন। করণ জোহর, দেবীনা বন্দ্যোপাধ্যায়রা হাজির হন মুখোপাধ্য়ায় বাড়ির পুজোয়। সেই পুজোর শেষদিনে অর্থাৎ দশমীতে দেখা যায় এক বিরক্তিকর ছবি।

দশমীর সিঁদূর খেলার পরব যখন কাজলরা পালন করেন, সেই সময় এক নিরাপত্তা রক্ষীকে দেখা যায়, কাজলের রাস্তা আটকাতে। অভিনেত্রী যাতে ভিড়ের মধ্যে না পড়েন, তিনি ,সেই চেষ্টা করেন। যার ফলে হাত দিয়ে কাজলের রাস্তা আটকান তিনি।

নিরাপত্তারক্ষী যখনই অভিনেত্রী কাজলের রাস্তা আটকান, সেই সময় ওই ব্যক্তি নায়িকাকে স্পর্শ করেন। যে স্পর্শে একেবারে বিপাকে পড়ে যান কাজল। তিনি প্রায় চোট উলটে অপ্রস্তুত হয়ে পড়েন। কাজলের ওই অভিব্যক্তির ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: Durga Puja 2025: মহানবমীর পুজো, অজয় দেবগণ, কন্যা নাইশাকে নিয়ে হাজির কাজল

দেখুন কাজলের সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

কাজলের রাস্তা যেভাবে ওই নিরাপত্তারক্ষী আটকান, তা ইচ্ছাকৃতভাবে বলে অনেকে মন্তব্য করেন। কেউ কেউ বলতে শুরু করেন, ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তি কাজলকে স্পর্শ করেছেন। সবকিছু মিলিয়ে দশমীতে কাজলের রাস্তা আটকানোর ভিডিয়ো ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।