আচমকাই মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালের (Shefali Jariwala)। মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু বিগ বস খ্যাত এই অভিনেত্রীর। মৃত্যুর পর কেটে গিয়েছে ২৪ ঘন্টা। কিন্তু এখনও ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসেনি। ময়নাতদন্ত সম্পন্ন হলেও এখনও রিপোর্ট কেন প্রকাশ্যে এল না, এই নিয়ে রহস্য ঘনাচ্ছে। এদিকে রবিবার শেফালি ঘনিষ্ঠ ১০ জনের আলাদা আলাদাভাবে বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেই সঙ্গে শেফালির বাসভবন সহ আশেপাশের বেশকিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে আম্বোলি থানার পুলিশ। যদিও তাতে রহস্যজনক কিছু মেলেনি বলেই প্রাথমিকভাবে দাবি করছে তদন্তকারী আধিকারিকরা।
মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য
তবে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতে এত সময় লাগছে কেন, সেটাই এখন বড় প্রশ্ন। সেই সঙ্গে হঠাৎ কেন ১০ জনের বয়ান রেকর্ড করা হল, এই নিয়েও সদুত্তর দিতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে, মৃত্যুর কারণ নিয়ে হৃদরোগ বলেই মনে করছিল পুলিশ। কিন্তু ময়নাতদন্তে এমন কিছু রহস্যজনক মেলে যার ফলে হৃদরোগের কারণ উড়িয়ে দেয় তদন্তকারীরা।
জানা যাচ্ছে, গত ২৭ জুন রাত ১০টা থেকে ১১টার দিকে মুম্বইয়ের বাসভবনে মৃত্যু হয় তাঁর। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিগত একবছর ধরে অ্যান্টি অ্যাজিং ট্রিটমেন্ট করছিলেন শেফালি। যে কারণে সে একটি ইঞ্জেকশন নিত। ঘটনার দিন তিনি উপবাসে ছিলেন। তারমধ্যেও ওই ওষুধটি নেন শেফালি। তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। স্বামী পরাগ ত্যাগী সহ তিন-চারজন অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।