মুম্বই,১ জুন, ২০১৯: রাস্তার ধারের স্টলে দাঁড়িয়ে প্রতিদিন যে খাবার খান সেটা কতটা নিরাপদ জানেন কী? এই ভিডিওটি দেখার পর চমকে উঠবেন আপনিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে বাণিজ্যনগরীর এক ইডলি বিক্রেতা( Idli Vendor ) ইডলির চাটনি তৈরি করছেন বোরিভেলি রেল স্টেশনের (Railway Station )একটি শৌচাগারের জল (Toilet Water)দিয়ে। চমকে যাওয়ার মত ঘটনাই বটে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি যেদিকে তাতে সমাজের সবস্তরের মানুষের পক্ষে পাঁচতারা হোটেলে খাওয়া সম্ভব নয়। বেশিরভাগ মানুষই রাস্তার ধারের খাবারের দোকানে খাবার খান। তাঁরা জানতেও পারেন না কতটা দূষিত পদার্থ মিশছে তাঁদের খাবারে।
মুম্বইয়ের ( Mumbai )এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে তদন্ত শুরু করেছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(FDA)। সংস্থার মুম্বই শাখার প্রধান শৈলেশ যাদব জানিয়েছেন,ওই হকার ও অন্যান্য যারা ওভাবে ব্যবসা করছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁদের লাইসেন্সে কেড়ে নেওয়া হবে।
কোথায় ওই ভিডিয়োটি শ্যুট করা হয়েছে তা খুঁজে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।