আয়েশা সুলতানা

দিল্লি, ১১ জুন: কোভিড ১৯ (COVID 19) নিয়ে মিথ্যে খবর ছড়ানোর অভিযোগে আটক করা হল পরিচালক আয়েশা সুলতানাকে। লাক্ষাদ্বীপ পুলিশের তরফে গ্রেফতার করা হয় আয়েশা সুলতানাকে। লাক্ষাদ্বীপের কাভারাত্তি থানার পুলিশ অভিযোগ করেন, পরিচালক আয়েশা সুলতানা (Ayesha Sulthana) দেশদ্রোহী মন্তব্য করেন। তিনি বলেন, জৈব অস্ত্র ব্যবহার করে বিজেপি লাক্ষাদ্বীপে করোনা ছড়াচ্ছে। আয়েশা সুলতানার ওই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন স্থানীয় এক বিজেপি নেতা।  এরপরই আটক করা হয় লাক্ষাদ্বীপের (Lakshadweep) ওই পরিচালককে।

আরও পড়ুন: Tathagata Roy: 'মল', 'মূত্রের' সঙ্গে তুলনা, দলবদলুদের বিরুদ্ধে তীব্র আক্রমণ বিজেপি নেতা তথাগত রায়ের

জানা যায়, সম্প্রতি একটি মালায়লম টেলিভিশন চ্যানেলের টক শোয়ে হাজির হন আয়েশা সুলতানা। ওই শোয়ে তিনি বলেন , জৈব অস্ত্র ব্যবহার করে বিজেপি লাক্ষাদ্বীপে কোভিড ভাইরাস (COVID 19) ছড়াচ্ছে। আয়েশা সুলতানার ওই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই আটক করা হয় তাঁকে।

পরিচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪-এর এ এবং ১৫৩-র বি ধারায় দায়েরকরা হয়েছে অভিযোগ।