মুম্বই, ২৯ সেপ্টেম্বর: গোটা দেশ জুড়ে মহা সমারোহে শুরু হয়েছে দুর্গা পুজো (Durga Puja 2025)। রবিবার মহাষষ্ঠীর প্রবল জনস্রোতে ভেসেছে কলকাতা (Kolkata Durga Puja 2025)। বৃষ্টিহীন ষষ্ঠীতে মানুষ একের পর এক করে প্যান্ডালে হাজির হতে শুরু করেছেন। সেই সঙ্গে পুজোর আনন্দে মেতে উঠেছেন। গোটা দেশের পাশাপাশি মুম্বইতে মুখোপাধ্যায় বাড়ির পুজোও শুরু হয়েছে মহাসমারোহে।
মুখোপাধ্যায় বাড়ির পুজোয় রবিবার দেবী দুর্গা মুখ থেকে পর্দা সরানো হয়। উন্মোচিত হয় দেবীর মুখ। যেখানে হাজির হন রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) এবং কাজল (Kajol) একযোগে। ছিলেন তানিশা মুখোপাধ্যায়ও। বলিউডের অন্যতম বড় বাড়ির পুজোয় প্রত্যেকবার বসে তারকাদের মেলা। সেই অনুযায়ী, ষষ্ঠীতেও সেখানে রানি এবং কাজলের অফস্ক্রিন পর্দার ম্যাজিক দেখেন গোটা দেশের মানুষ।
শুধু তাই নয়, নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট শেয়ার করে কাজল লেখেন, এ বছর দুর্গা পুজো অনেকটা কঠিন। পরিবারের যে সদস্যদের তাঁরা হারিয়েছেন, তাঁদের প্রত্য়েকের স্মৃতিতে বিভোর তাঁরা। পরিবারের কাছের মানুষদের দুর্গা পুজোর প্যান্ডালে দেখতে না পেয়ে, দুই নায়িকার মন যে ভারাক্রান্ত হয়ে উঠেছে, তা স্পষ্ট করে দেন কাজল।
দেখুন দুর্গা পুজোর প্যান্ডাল থেকে কাজলের পোস্ট...
View this post on Instagram
চলতি বছর ১৪ মার্চ প্রয়াত হন দেব মুখোপাধ্যায়। রানি মুখোপাধ্যায় এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা মুখোপাধ্যায় পরিবার। সেই শোক কোনওক্রমে তাঁরা কাটিয়ে উঠতে পারেননি। তার মাঝেই দুর্গা পুজো শুরু করে মন ভারাক্রান্ত হয়ে উঠেছে কাজল, রানিদের।