Kapil Sharma, Rajpal Yadav, Remo D'Souza (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ জানুয়ারি: এবার হুমকি এল কপিল শর্মা (Kapil Sharma), রজপাল যাদব (Rajpal Yadav), রেমো ডিসুজা (Remo D'Souza) এবং কৌতুকশিল্পী সুগন্ধ মিশ্রের কাছে। পাকিস্তান (Pakistan) থেকে খুনের হুমকি (Death Threat) দেওয়া হল বিনোদন জগতের এই ৪ ব্যক্তিত্বকে। যে খবর প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি রজপাল যাদব, রেমো ডিসুজা, কপিল শর্মা এবং সুগন্ধ মিশ্রের নিরাপত্তা আরও জোরদার করা হয় মুম্বই পুলিশের তরফে। পাশাপাশি কে বা কারা এই হুমকির সঙ্গে যুক্ত, সে বিষয়েও মুম্বই পুলিশের তরফে জোরদার তদন্ত চলছে।

রিপোর্টে প্রকাশ, যে ইমেলের মাধ্যমে কপিল শর্মার কাছে হুমকি আসে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ তথ্য খতিয়ে দেখা উচিত বলে মুম্বই পুলিশের তরফে মন্তব্য করা হয়। বিষ্ণু নামে এক ব্যক্তির আইডি থেকে কপিল শর্মাকে খুনের হুমকি দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর।

গত ১৪ ডিসেম্বর রজপাল যাদবের কাছেও একটি হুমকি ইমেলের মাধ্যমে আসে। সেখানেও নাম ছিল বিষ্ণু। ঘটনার পরপরই রজপাল যাদবের স্ত্রী রাধা রজপাল যাদব পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন।

পুলিশ বিষয়গুলি খতিয়ে দেখছে। সেই সঙ্গে বলিউডের এই অভিনেতা, নৃত্যশিল্পী, কৌতুকশিল্পীদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে খবর।