Shah Rukh Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৭ নভেম্বর: শাহরুখ খানকে (Shah Rukh Khan)  হুমকির ঘটনায় শোরগোল ছড়িয়েছে। শাহরুখ খানকে কে হুমকি দিয়েছে, তার জোরদার খোঁজ শুরু করে মুম্বই পুলিশ (Mumbai Police)। প্রাথমিক খোঁজের পর জানা যায়, ফৈজ়ান নামে এক ব্যক্তির মোবাইল থেকে পোন করে শাহরুখকে হুমকি দেওয়া হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে এমন দাবি করা হয়। ফৈজ়ান নামে যে ব্যক্তির মোবাইল থেকে ফোন করে শাহরুখকে হুমকি দেওয়া হয়, তাঁর সঙ্গে কথা বলে মুম্বই পুলিশ। ফৈজ়ানের দাবি, তাঁর মোবাইল চুরি হয়ে গিয়েছে। মোবাইল চুরির পর তিনি থানায় অভিযোগও লেখান। ফলে তিনি জানেন না এই কাজ কে করেছে।

ফৈজ়ানের দাবি অনুযায়ী, শাহরুখ খানকে কে হুমকি দিয়েছে, সেই ঘটনা সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই। মোবাইল চুরির পর তা কার কাছে গিয়েছে, সে বিষয়ে তাঁর কিছু জানা নেই বলে ফৈজ়ান দাবি করেন। পুলিশ তদন্ত করছে।

পুলিশের কাছে ফৈজ়ান কী দাবি করেন দেখুন...

 

আরও পড়ুন: Shah Rukh Khan: বড় খবর, সলমনের পর এবার শাহরুখ খানকে হুমকি, অভিযোগ দায়ের, চলছে জোর তল্লাশি

শাহরুখ খানকে হুমকির পর মন্নতের (Mannat) নিরাপত্তা আরও জোরদার করা হয়। কোনওভাবে বলিউড সুপারস্টারের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার দিকে কড়া নজর রাখা হয়েছে।

সলমন খানকে সম্প্রতি একটানা হুমকি দেওয়া শুরু করে লরেন্স বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi)। সলমন খানের পর এবার শাহরুখ খানকে হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বলিউড জুড়ে।