মুম্বই, ৯ সেপ্টেম্বর: মুম্বইয়ের (Mumbai) পালি হিলের বাংলো বিক্রি করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। রিপোর্টে প্রকাশ, কঙ্গনা তাঁর ব্যান্দ্রার পালি হিলের বাংলো ৩২ কোটিতে বিক্রি করেছেন। প্রসঙ্গত ২০১৭ সালের সেপ্টেম্বরে ২০ কোটিতে পালি হিলের বাংলো কেনেন বলিউড অভিনেত্রী। ৩.০৭৫ স্কোয়ার ফুটের এই বাংলো ২০ কোটিতে কিনে এবার ৩০ কোটিতে বিক্রি করলেন মান্ডির বিজেপি সাংসদ। কঙ্গনার এই বাংলোতে ৫৬৫ স্কয়ার ফুটের গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে।
সম্প্রতি হিমাচল প্রদেশের মান্ডি (Mandi) থেকে সাংসদ নির্বাচিত হন কঙ্গনা রানাউত। মান্ডি থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে কখনও দিল্লিতে আবার কখনও হিমাচলে ফিরে যান কঙ্গনা। সেই কারণেই কি কঙ্গনা পালি হিলের বাংলো বিক্রি করে দিলেন, এমন প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। যদিও বাংলো বিক্রি নিয়ে পালটা কোনও মন্তব্য করেননি কঙ্গনা রানাউত।