মৃত্যু হয়েছে বলিউডের জনপ্রিয় বর্যীয়ান অভিনেতা রাজা মুরাদের (Raza Murad)। সাতসকালে এমন খবর প্রকাশ্যে আসতেই চমকে ওঠেন খোদ অভিনেতা ও তাঁর পরিবার। খবর ছড়িয়ে পড়তেই তারকার পরিচিত, শুভান্যুধায়ীরা খোঁজখবর নিতে শুরু করেন। ততক্ষণে বাদবাকি সংবাদমাধ্যমেও এই খবর প্রচার হতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যে অভিনেতার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে তিনি সম্পূর্ণরূপে সুস্থ ও স্বাভাবিক। তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণরূপে ভিত্তিহীন। কিন্তু তাঁর পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চিত করার পরেও ভুয়ো খবর রটছে বলে অভিযোগ অভিনেতার।

অভিযোগ দায়ের করেছেন অভিনেতা

সেই কারণে শেষমেশ আইনের দারস্থ হলেন খোদ অভিনেতা। শুক্রবার মুম্বইয়ের আম্বোলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। এই বিষয়ে মুম্বই পুলিশ আশ্বস্ত করেছেন তাঁরা কড়া পদক্ষেপ নেবে ভুয়ো খবর যাঁরা রটাচ্ছে তাঁদের বিরুদ্ধে। গোটা ঘটনা নিয়ে বর্ষীয়ান অভিনেতা যথেষ্ট বিরক্ত ও ক্ষুব্ধ বলে জানিয়েছে তাঁর পরিবার। এমনকী সোশাল মিডিয়ায় তাঁর মিথ্যা জন্ম ও মৃত্যু তারিখ ঘুরছে বলেও অভিযোগ তাঁর।

সুস্থ রয়েছেন রাজা মুরাদ

বলিউডেরর এক সময়ে জনপ্রিয় খলনায়ক ছিলেন রাজা মুরাদ। বর্তমানে তাঁর বয় ৭৩ বছর হয়েছে। যদিও বার্ধক্যজনিত কিছু রোগে তিনি ভুগছেন। তবে তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট স্বাভাবিক রয়েছে। এবং তিনি বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ফলে তাঁর শারীরিক অসুস্থতার খবরও পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি পরিবারের।