Aditya Roy Kapur (Photo Credits: Instagram)

মুম্বই, ২৭ মেঃ সাম্প্রতিক সময়ে বলি তারকাদের নিরাপত্তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তারকাদের বাসভবনের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ যেন নিত্য ঘটনা হয়ে উঠেছে। যদিও বিষয়টি নিয়ে গুরুতর ভাবে ভাবনাচিন্তা করা এবং পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে মুম্বই পুলিশের (Mumbai Police)। অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) অন্দরমহলে দুষ্কৃতীর প্রবেশ, হামলা। সলমন খানের (Salman Khan) গ্যালাক্সির নিরাপত্তা টোপকে দুজন অনাহূতের ভিতরে প্রবেশের চেষ্টার ঘটনা যথেষ্ট আতঙ্কের। এবার জানা যাচ্ছে, অভিনেতা র (Aditya Roy Kapur) বাড়ির দোরগোড়ায় এসে হাজির হয়েছেন এক অজ্ঞাত পরিচয়ের মহিলা। ঢুকে পড়েছেন অন্দরে। অভিনেতার বাড়ির পরিচারিকা থানায় অভিযোগ দায়ের করেছেন।

আদিত্যর ফ্ল্যাটের অন্দরে অচেনা মহিলা

এফআইআর থেকে জানা যাচ্ছে, অভিনেতা আদিত্য রয় কপূর (Aditya Roy Kapur) বান্দ্রা পশ্চিমের রিজভি কমপ্লেক্সে থাকেন। রবিবার, ২৬ মে সন্ধ্যা ৬টা নাগাদ অভিনেতার অ্যাপার্টমেন্টের বেল বাজে। দরজার বাইরে দাঁড়িয়ে এক অপরিচিত মহিলা। বাড়িতে সেই সময়ে অভিনেতা ছিলেন না। বছর ৪৯-এর পরিচারিকা সঙ্গীতা পাওয়ার বাড়িতে একা ছিলেন। তিনি দরজা খুলতেই ওই মহিলা জানতে চান, এটি আদিত্য রয় কপূরের বাসভবন কিনা। সঙ্গীতা তা নিশ্চিত করে মহিলার পরিচয় জানতে চান। মহিলা জানান, তিনি অভিনেতার জন্যে পোশাক এবং উপহার এনেছেন। মহিলাকে বিশ্বাস করে তাঁকে ঘরের ভিতরে ঢুকতে দেন গৃহ পরিচারিকা।

এর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফেরেন অভিনেতা। সঙ্গীতা তাঁকে ওই মহিলার উপস্থিতির কথা জানান। বাড়ির অন্দরে অচেনা মহিলাকে দেখে সোজা ফ্ল্যাট থেকে বেরিয়ে যান আদিত্য। সোসাইটির ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন। খবর দেওয়া হয় অভিনেতার ম্যানেজারকে। জানানো হয় পুলিশে। পুলিশ পৌঁছে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মহিলা জানান, তাঁর নাম গাজালা ঝাকরিয়া সিদ্দিক (৪৭)। তিনি দুবাইয়ের বাসিন্দা। কী উদ্দেশ্যে তিনি অভিনেতার বাড়িতে এসেছেন সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। কোন অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে মহিলা অদিত্য রয় কপূরের বাড়িতে এসেছিলেন বলেই আশঙ্কা করছে পুলিশ। মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত।