মুম্বই, ২৬ জুলাইঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগানো নেকলেস গলায় ঝুলিয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছিলেন অভিনেত্রী রুচি গুজ্জর (Ruchi Gujjar)। তাঁর এই চমক নজর কেড়েছিল সকলের। এবার সেই রুচি গুজ্জর আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন প্রযোজক কর্ণ সিংহ চৌহানের (Karan Singh Chauhan) বিরুদ্ধে। ওশিয়াড়া থানায় কর্ণের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা প্রতারণার এফআইআর দায়ের করেছেন তিনি। ২৪ জুলাই অভিযোগটি দায়ের হয়েছে।
প্রযোজকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ
জানা যাচ্ছে, মুম্বইয়ের (Mumbai) যোগেশ্বরী ওয়েস্টে প্রযোজক কর্ণ সিংহ চৌহানের সঙ্গেই থাকতেন রুচি গুজ্জর। দুজনের মধ্যে বিশেষ সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কের সূত্রেই প্রযোজককে ছবি তৈরির জন্যে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। নাজিয়া শেখ নামে এক মহিলার সঙ্গে রুচির পরিচয় করান কর্ণ। রুচিকে কর্ণ জানান, নাজিয়া একটি বিনোদন সংস্থায় কর্মরত। তাঁদের সঙ্গে ছবির কাজের জন্যে ওই বিনোদন সংস্থা চুক্তি করতে সম্মতি জানিয়েছে। কর্ণের সেই কথায় বিশ্বাস করে তাঁকে ২৫ লক্ষ টাকা ছয় দফায় দেন রুচি। কিন্তু তার পরেই সব থমকে গেল। ছবির কোন কাজ শুরুই হল না।
অভিনেত্রী জানান, তাঁর থেকে টাকা নেওয়ার পরেও কেন কাজ শুরু হল না কেন? তা কর্ণের কাজে জানতে চাইলে তিনি বিষয়টি পুরোপুরি এগিয়ে যান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় রুচি পরে নাজিয়া শেখের সঙ্গে যোগাযোগ করেন। চুক্তির গোটা বিষয়টি তিনি অস্বীকার করেন। এরপরেই থানার দারস্ত হয়েছেন অভিনেত্রী রুচি গুজ্জর।