Aamir Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৫ অগাস্ট: পরপর ৪টি অ্যাপার্টমেন্ট ভাড়া নিসেন আমির খান। মাসে ২৪.৫ লক্ষ টাকার বিনিময়ে ৪টি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন আমির খান (Aamir Khan)। ব্যান্দ্রার (Bandra) পালি হিলে (Pali Hill) ৪টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন আমির। মুম্বইয়ের ভার্গো হাউজ়িং সোসাইটিতে যখন আমির খানের বিলাসবহুল বাসস্থান রয়েছে, তা ছেড়ে কেন ২৪ লক্ষের বেশি টাকা দিয়ে কেন আমির খান ফ্ল্যাট ভাড়া নিতে গেলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

রিপোর্টে প্রকাশ, ভার্গো হাউজিং সোসাইটিতে আমির খানের যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, সেখানে কাজ হবে। সেই কারণেই তিনি পালি হিলে ৪টি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন।

শাহরুখ খানের ফ্ল্যাটের কাছে আমিরের ঠিকানা 

জানা যাচ্ছে, পালি হিলে যে পূজা কাসা বর্তমানে শাহরুখ খানের (Shah Rukh Khan) ঠিকানা, তার পাশেই অ্যাপার্টমেন্ট নিয়েছেন আমির খান। ভার্গো হাইজ়িং সোসাইটিতে যতদিন পর্যন্ত কাজ চলবে, ততদিন আমির খান ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলি ভাড়া নিয়েই থাকবেন বলে জানা যাচ্ছে।

আমির খানের কাজ 

সম্প্রতি আমির খানের ছবি সীতারে জামিন পর মুক্তি পেয়েছে। যেখানে জেনেলিয়া ডিসুজার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন আমির খান। সীতারে জামিন পর-এর সাফল্যের পর আমির খানে রাজা রঘবংশীর খুন নিয়ে সিনেমা তৈরি করতে পারেন বলে শোনা যাচ্ছে।