IPL Auction 2025 Live

UNRWA : হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, ইউএনআরডাব্লিউতে ফান্ডিং স্থগিত রাখার সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের

ইউনাইটেড নেশন রিলিফ এন্ড ওয়ার্ক এজেন্সীর কর্মচারী জড়িত থাকার অভিযোগে আপাততভাবে বন্ধ করা হয়েছে ফান্ডিং

Photo Wikipedia

৭ অক্টোবর হামাসের হামলার সঙ্গে যুক্তথাকার অভিযোগে ইউনাইটেড নেশন রিলিফ এন্ড ওয়ার্ক এজেন্সীর (UNRWA) ৩০০০০০ ফান্ডিং স্থগিত রাখল আমেরিকা। সংস্থার কর্মচারীরা এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র।

স্টেট ডিপার্টমেন্টের মুখপত্র ম্যাট মিলার এই ফান্ডিং স্থগিতের কথা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি বছরে ১২১ মিলিয়ন সাহায্য প্রদান করা হয়েছে ইউএনআরডাব্লিউকে।

ইজরায়েলের সরকারের তথ্য মোতাবেক ১৩ জন কর্মী যারা ইউএনআরডাব্লিউতে কর্মরত তারা ৭ অক্টোবরের হামলার সঙ্গে জড়িত রয়েছে। যাদের মধ্যে ১০ জন হামাসের, ২ জন ইসলামিক জিহাদের এবং ১ জন অজ্ঞাত পরিচিত বলে অভিযোগ জানিয়েছে ইজরায়েল।

ইজরায়েল ইন্টেলিজেন্সের দাবি ৬ জন হামাসের হামলার দিন ইজরায়েলের ভেতরে প্রবেশ করেছিল। পণবন্দীদের আটক করে নিয়ে যাওয়া থেকে গাড়ির ব্যবস্থাও তারা করে দিয়েছে বলে অভিযোগ।

রাষ্ট্রসঙ্ঘের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে ইউএনআরডাব্লিউ তে সাহায্যকারী দেশগুলি যদি সহায়তা প্রদান করা বন্ধ করে দেয় তবে মানবিক সাহায্যের ক্ষেত্রে তা বড় সমস্যার সৃষ্টি করবে।