Sri Lanka President Election: আজ শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন, লড়াইয়ে এগিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে
আজ শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন (Sri Lanka President Election)। দ্বীপ রাষ্ট্রটির সংসদে এনিয়ে ভোটাভুটি হবে। গোপনে ভোট দেবেন পার্লামেন্টের সদস্যেরা। গত সপ্তাহেই দেশ ছেড়ে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে (Gotabaya Rajapaksa)। সিঙ্গাপুর পৌঁছে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে। বিশ্লেষকদের মতে শীর্ষ পদের জন্য সবার আগে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে (Ranil Wickremesinghe)। তবে বিক্ষোভকারীরা তাঁকে রাজাপাক্ষের মিত্র হিসাবেই দেখেন।
কলম্বো, ২০ জুলাই: আজ শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন (Sri Lanka President Election)। দ্বীপ রাষ্ট্রটির সংসদে এনিয়ে ভোটাভুটি হবে। গোপনে ভোট দেবেন পার্লামেন্টের সদস্যেরা। গত সপ্তাহেই দেশ ছেড়ে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে (Gotabaya Rajapaksa)। সিঙ্গাপুর পৌঁছে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে। বিশ্লেষকদের মতে শীর্ষ পদের জন্য সবার আগে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে (Ranil Wickremesinghe)। তবে বিক্ষোভকারীরা তাঁকে রাজাপাক্ষের মিত্র হিসাবেই দেখেন।
জানা যাচ্ছে, বিক্রমাসিংহে কম বেশি ২২৫ সাংসদের সমর্থন পাবেন। বিক্রমসিংহেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে গোতাবায়ারই দল এসএলপিপি (SLPP)। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে তিনি জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছেন, যা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দিয়েছে। পর্যবেক্ষকরা বিশ্বাস করেন যে বিক্রমাসিংহে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে কঠোরভাবে বিদ্রোহ দমন করবেন। আরও পড়ুন: Frog Wedding: বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হল উত্তরপ্রদেশের গোরখপুরে
ভোটে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন এসএলপিপি-র অন্য গোষ্ঠীর নেতা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী দুল্লাস আলাহাপ্পেরুমা (Dullas Alahapperuma)। প্রাক্তন এই সাংবাদিক বিরোধীদেরও সমর্থন আদায় করেছেন। তিনি জয়ী হলে বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসাকে প্রধানমন্ত্রী করতে পারেন। গতকালই রাষ্ট্রপতি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন প্রেমাদাসা। প্রতিপক্ষ প্রার্থী আলাহাপ্পেরুমাকে সমর্থনের কথাও ঘোষণা করেছেন শ্রীলঙ্কার বিরোধী দলনেতা। রাষ্ট্রপতি নির্বাচনে তৃতীয় প্রার্থী হলেন বামপন্থী নেতা আনুরা কুমার দিসানায়েক (Anura Dissanayake)। বাকি দু'জনের তিনি অবশ্যই জেতার সম্ভাবনায় পিছিয়ে রয়েছেন।