Russia Asks British Diplomat to Leave: এক সপ্তাহে ব্রিটিশ কূটনীতিককে মস্কো ছাড়তে আদেশ রাশিয়ার

রুশ পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ব্রিটেনের 'অবন্ধুসুলভ রুশবিরোধী কর্মকাণ্ডের' প্রতিক্রিয়ায় ক্যাপ্টেন আদ্রিয়ান কগহিলকে বরখাস্ত করা হয়েছে

Adrian Coghill (Photo Credit: @AFpost/ X)

গুপ্তচরবৃত্তি নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের জেরে রাশিয়া ছাড়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এক ব্রিটিশ কূটনীতিককে। রুশ পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ব্রিটেনের 'অবন্ধুসুলভ রুশবিরোধী কর্মকাণ্ডের' প্রতিক্রিয়ায় ক্যাপ্টেন আদ্রিয়ান কগহিলকে (Adrian Coghill) বরখাস্ত করা হয়েছে। এক সপ্তাহ আগে রাশিয়ান প্রতিরক্ষা অ্যাটাশেকে 'অঘোষিত সামরিক গোয়েন্দা কর্মকর্তা' হিসাবে গুপ্তচরবৃত্তির অভিযোগে লন্ডন থেকে বহিষ্কার করা হয়। এরপর রাশিয়া বলে, তাদের প্রতিক্রিয়া এই পদক্ষেপের মধ্যেই শেষ হবে না, উত্তেজনার শুরু করেছে যারা তাঁদের বিপক্ষে আরও প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে। এরপর এটি অনিবার্য ছিল যে রাশিয়া মস্কোর দূতাবাসে অবস্থিত রয়্যাল নেভাল অফিসার এবং ব্রিটেনের প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন কগহিলকে এই নির্দেশ দেবে। Vladimir Putin and Xi Jinping Meeting: চিনের মধ্যস্থতায় ইতি ঘটতে পারে রাশিয়া-ইউক্রেনের সংঘাত! এমনটাই ইঙ্গিত পুতিনের

গত ৮ মে ব্রিটেন তার সীমান্তের ভেতরে রাশিয়ার গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং ম্যাক্সিম এলোভিককে (Maxim Elovik) বহিষ্কারের ঘোষণা করে এবং গোয়েন্দা উদ্দেশ্যে কাজ করার সন্দেহে রাশিয়ার মালিকানাধীন বেশ কয়েকটি সম্পত্তির কূটনৈতিক মর্যাদা বাতিল করে। এ ছাড়া রাশিয়ার কূটনৈতিক ভিসা ও সফরের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। গুপ্তচরবৃত্তি, অন্তর্ঘাত এবং ইউক্রেনকে সামরিক সহায়তা হ্রাস করার প্রচেষ্টাসহ রাশিয়ার পক্ষে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অভিযোগের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। কঘিলকে বহিষ্কারের পর আরও প্রতিশোধমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক। যা রাশিয়া ও ইংল্যান্ডের গভীর ফাটলকে তুলে ধরে, যা ব্রিটেনের পক্ষ থেকে টার্গেট কিলিং, গুপ্তচরবৃত্তি এবং রাশিয়ান এজেন্টদের দ্বারা পরিচালিত সাইবার আক্রমণের অভিযোগের দ্বারা আরও বেড়েছে।