North Korea: দুরপাল্লার ক্ষেপনাস্ত্র লঞ্চ উত্তর কোরিয়ার
ক্ষেপনাত্রগুলি ২০০ কিমি দূরের বস্তুতে আঘাত হানতে সক্ষম
দূরপাল্লার ক্ষপনাস্ত্র লঞ্চ করল উত্তর কোরিয়া। দেশটির পশ্চিম সমুদ্রতট বরাবর লঞ্চ করা হয় ক্রুজ মিসাইল। আর এই ঘটনা ঠিক তখনই ঘটছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ায় যোগ দিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পরমানু অস্ত্রের হুমকি ঠেকাতে ওয়াশিংটনে সেনাবাহিনীর মহড়া যৌথ ভাবে শুরু করেছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা। ক্ষেপনাস্ত্র লঞ্চ করার খবর আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া দু পক্ষের তরফেই নিশ্চিত করা হয়েছে।
পিয়ংইয়ংয়ের অফিসিয়াল কোরিয়ান নিউজ সেন্ট্রাল এজেন্সীর পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত চারটি মিসাইল লঞ্চ করা হয়েছে। উত্তর পূর্বের একটি সমুদ্রতট এলাকা থেকে এই ক্ষেপনাত্র লঞ্চ করা হয়। প্রায় ৩ ঘন্টা ধরে এই মিসাইল আকাশে ওঠএ বলে খবর। যার থেকে অনুমান প্রায় ২০০০ কিলোমিটার দূরের বস্তুকে আনায়াসেই আঘাত হানতে সক্ষম তাদের এই ক্ষেপনাস্ত্র।
এর আগে উত্তর কোরিয়া প্রথম দূরপাল্লাপ ক্ষেপনাস্ত্র লঞ্চ করেছিল সেপ্টেমবরের ২০২১ এ।এবং তার সঙ্গে তারা এটাও জানিয়েছিল যে এই ক্ষপনাস্ত্রের সঙ্গেই যুক্ত করা হবে নিউক্লিয়ার ওভারহেড।
এর পাশাপাশি উত্তর কোরিয়ার পক্ষ থেকে সলিড ফুয়েল আইসিবিএম তৈরি করতে চলেছে তারা।যা গাড়িতে করে সহজেই বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া আরও সহজ হবে। এবং দক্ষিণ কোরিয়ার লিকুইড ফুয়েলড আইসিবিএমের থেকে আরও শক্তিশালী হবে।