New York City Sinking: গগণচুম্বি অট্টালিকার চাপে ক্রমশ ডুবছে নিউ ইয়র্ক, বাড়ছে দুনিয়ার সেরা শহরের তলিয়ে যাওয়ার সম্ভাবনা
শহরের গগণচুম্বি অট্টালিকার চাপে ডুবতে বসেছে নিউ ইয়র্ক! হ্যাঁ, ঠিকই পড়ছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের গর্বের, দুনিয়ার সবচেয়ে উন্নত শহর হিসেবে পরিচিত নিউ ইয়র্ক শহরকে অনিশ্চয়তার মধ্য়ে ফেলছে সেখানকার গগণচুম্বি অট্টালিকাগুলি।
শহরের গগণচুম্বি অট্টালিকার চাপে ডুবতে বসেছে নিউ ইয়র্ক! হ্যাঁ, ঠিকই পড়ছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের গর্বের, দুনিয়ার সবচেয়ে উন্নত শহর হিসেবে পরিচিত নিউ ইয়র্ক শহরকে অনিশ্চয়তার মধ্য়ে ফেলছে সেখানকার গগণচুম্বি অট্টালিকাগুলি। নিউ ইয়র্ক মানেই অভিজাত মানুষের বাস, বড় বড় অফিস, উচ্চবিত্ত জীবনযাপন। সেই নিউ ইয়র্ক ধীরে ধীরে বসে যাচ্ছে নিজেদের চাপেই, শহরের গগণচুম্বি বাড়িগুলির জন্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক ভূ তত্ত্ব গবেষক সংস্থা জানাচ্ছে, নিজেদের চাপেই ক্রমশ বসে যাচ্ছে নিউ ইয়র্ক। শহরের আকাশছোঁয়া বিল্ডিং প্রতি বছর নিউ ইয়র্ককে ১-২ মিলিমিটার ডুবিয়ে দিচ্ছে। নিউ ইয়র্কের সব গগণচুম্বি অট্টালিকার ওজন হল প্রায় ১.৭ ট্রিলিয়ন পাউন্ড। চাপে বসে যাওয়া মানেই জলস্তর বাড়বে, বন্য়ায় শহর ডুববে। যেটা ১৪০ মিলিয়ন হাতির ওজনের সমান। এর ফলে ৮ কোটি জনসংখ্যার এই শহরে বন্যার সম্ভাবনা বাড়ছে। এখনই পদক্ষেপ না নিলে সুদূর ভবিষ্যতে নিউ ইয়র্কের জলের তলায় তলিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দেখুন ভিডিয়ো
শহরের এভাবে মাটির নিচে বসে যাওয়া আটকাতে বেশ কয়েকজন দক্ষ ইঞ্জিনিয়রদের নিয়ে কমিটে গড়া হয়েছে। তাঁদের রিপোর্টের ভিত্তিতে নিউ ইয়র্কের তলিয়ে যাওয়া থেকে রক্ষা করতে কাজ শুরু করেব জো বাইডেনের দেশ।