Pakistan Shocker: টিকটক ভিডিয়ো তৈরির সময় কথাকাটি, পাকিস্তানে দিদিকে গুলি করে খুন ১৪ বছরের কিশোরীর

টিকটক ভিডিয়ো তৈরির সময় কথাকাটি হয়েছিল। তার জেরে এক কিশোরীকে গুলি করে হত্যা করল তারই ১৪ বছর বয়সী বোন। নৃশংস এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট জেলায়।

TikTok Logo (Photo Credit: Twitter/X)

গুজরাট: টিকটক ভিডিয়ো (TikTok Video) তৈরির সময় কথাকাটি হয়েছিল। তার জেরে এক কিশোরীকে গুলি (Shot) করে হত্যা করল তারই ১৪ বছর বয়সী বোন (Sister)। নৃশংস এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan Shocker) পাঞ্জাবের (Punjab) গুজরাট (Gujarat) জেলায়। আরও পড়ুন: Finance Commission: আর্থিক কমিশনের চেয়ারম্যান পদে নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ডঃ অরবিন্দ পানাগরিয়া

পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টিকটকের জন্য ভিডিও তৈরির সময় সাবা আফজাল ও মারিয়া আফজালের মধ্যে ঝগড়া হয়। এর মাঝেই ১৪ বছর বয়সী সাবা আফজাল তার বোনকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় ওই কিশোরীর বিরুদ্ধে গুজরাটের সাদ্দার থানায় মামলা করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের শেইখুপুরাতে টিকটকের জন্য ভিডিও করার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারান তিন যুবক। সম্প্রতি টিকটককে বর্তমান যুগের সবচেয়ে বড় প্রলোভন আখ্যা দিয়ে ‘অবৈধ’ ও ‘হারাম’ বলে ফতোয়া দিয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির বিখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া। তারপরও পাকিস্তানে দিন দিন বাড়ছে টিকটকে ভিডিয়োর সংখ্যা। আরও পড়ুন:  Chennai: মাথা নেই, অঙ্গবিহীন দেহ উদ্ধার চেন্নাইয়ের লেকে, বছর শেষে যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য



@endif