Joe Biden (Photo credit: Instagram)

ইউক্রেন এবং ইজরায়েলকে সাহায্য করা হবে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ এবং হামাসের সঙ্গে ইজরায়েলের লড়াইয়ের মাঝে এবার বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। জো বাইডেন বলেন, ইজরায়েল এবং ইউক্রেনকে বিপুল সাহায্য করা হবে। বৃহস্পতিবার বাইডেন বলেন, রাশিয়া যেভাবে হামলা শুরু করেছে ইউক্রেনে, তার জেরে ইউরোপের ওই দেশকে সাহায্য করা হবে। তেমনি হামাসের হামলায় ক্ষতিগ্রস্থ ইজরায়েলকেও করা হবে বিপুল সাহায্য। গোটা বিশ্ব জুড়ে আমেরিকানদের গুরুত্ব রয়েছে। সেই গুরুত্ব থেকেই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন এবং ইজরায়েলকে সাহায্যের আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। গত বুধবার ইজরায়েলে যান মার্কিন প্রেসিডেন্ট। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে বাইডেন জানান, গাজা হাসপাতালে হামলার ধরন থেকে স্পষ্ট, এই কুকর্ম জঙ্গিদের। গাজার হাসপাতালে বিস্ফোরণের সঙ্গে ইজরায়েলের কোনও যোগ নেই বলে জানান মন্তব্য করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্যের পর থেকে ফের জোরদার আলোচনা শুরু হয়েছে।

 আরও পড়ুন: Israel-Hamas War: হামাসকে অস্ত্র সরবারহ করবে লিবিয়া, জানাল উত্তর আফ্রিকার এই দেশ

এদিকে বাইডেনের পর ইজরায়েলে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ইজরায়েলের পাশে দাঁড়িয়ে নেতানিয়াহুর হাত শক্ত করেন সুনক। এমনকী হামাস যেভাবে ইজরায়েলের উপর হামলা চালিয়েছে, তা দখে চমকে গিয়েছে গোটা বিশ্ব। এমনও মন্তব্য করতে শোনা যায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সনুককে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

US criticises Israel's conduct of war: রাফায়তে ঢুকলে অস্ত্র সরবরাহ বন্ধ করবে আমেরিকা! বাইডনের হুশিয়ারিকে পাত্তাও দিল না নেতানিয়াহু

Isarel-Gaza War: রাফায় হামলা বন্ধ না হলে, ইজরায়েলকে অস্ত্র সরবারহ করবে না আমেরিকা, বললেন বাইডেন

Russia Slams US Report On Pannun: খালিস্তানি পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতের বিরুদ্ধে আমেরিকার রিপোর্ট নস্যাৎ 'বন্ধু' রাশিয়ার

TikTok Sues US Government: জোর করে টিকটক বিক্রি ও নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা মার্কিন মুলুকে, সরকারের বিরুদ্ধে মামলা করল টিকটকের মূল সংস্থা বাইটড্যান্স

Israel-Hamas War: রাফায় ফের বোমাবর্ষণ শুরু করল ইজরায়েল, এক ধাক্কায় মৃত ১৫; বাড়তে পারে সংখ্যা

Saudi Arabia Crown Prince 'Assassination Attempt': ইজরায়েলের পাশ থেকে সরতেই সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমনের গাড়িতে হামলার চেষ্টা? দেখুন ভিডিয়ো

Israel-Hamas War: রাফায় ঢুকবে ইজরায়েলি সেনা, অপারেশনের আগে গাজার শহরে উদ্ধার কাজ IDF-এর

Israel-Hamas Conflict: ইজরায়েলের চুক্তিতে সম্মতি! যুদ্ধবিরতির জন্য কাইরোতে প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত হামাস