আমেরিকায় (America) যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা দখল করেছেন, সেই সময় প্রকাশ্যে এল একটি চাঞ্চল্যকর খবর। ঘটনার সূত্রপাত ২০২২ সালে। ওই সময় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার (Barack Obama) হাওয়াই প্রাসাদে সিক্রেট সার্ভিস এজেন্টে কর্মরত এক ব্যক্তি তাঁর বিশেষ বান্ধবীকে প্রাক্তন প্রেসিডেন্টের গোপণ বাসস্থানে ডেকে আনেন (Hawaii mansion)। ওবামার অনুপস্থিতিতে সিক্রেট সার্ভিস এজেন্টে কর্মরত ওই ব্যক্তি তাঁর প্রেমিকাকে আমন্ত্রণ জানান। বারাক ওবামার অনুপস্থিতিতেই বান্ধবীকে নিয়ে প্রাক্তন প্রেসিডেন্টের প্রাসাদে থাকেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, এরপর প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার স্নানঘরে তাঁরা মিলিত হওয়ার চেষ্টা করেন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে রক্ষার দায়িত্ব যাঁর উপর, তিনি কীভাবে নিয়ম ভেঙে ওই সময় তাঁর বান্ধবীকে হাওয়াই ম্যানসনে ডেকে আনেন এবং ওই প্রাসাদের ছবি তাঁকে পাঠান, তা নিয়ে প্রশ্ন উঠছে।
বারাক ওবামার হাওয়াই ম্যানসনের নিরাপত্তা বিঘ্নিত হয় ওই ঘটনায়...
More nonsense from a gov agency that is beyond incompetent & exactly why America elected President Trump, again…https://t.co/EyEk1TIRkO
— Albright (@hb348) November 14, 2024
সম্প্রতি এ বিষয়ে একটি বই প্রকাশ পায়। ওই বইতে ওবামার নিরাপত্তায় থাকা ওই আধিকারিক কীভাবে গোপণে তাঁর বান্ধবীকে হাওয়াই ম্যানসনের সমস্ত ছবি লুকিয়ে পাঠান এবং একা তাঁকে ডেকে আনেন সেখানে, তা নিয়ে জোরদার প্রশ্ন উঠছে।
তবে আমেরিকার সিক্রেট সার্ভিস ওই ঘটনা টের পেয়ে যায়। ফলে ২০২২ সালেই ওবামার নিরাপত্তার দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। জাতীয় নিরাপত্তার বিষয়টি তোয়াক্কা না করে ওই ব্যক্তি যা করেছেন, তা দণ্ডনীয় বলে জানানো হয়।