Israel-Hamas War: গাজার হাসপাতালের কাছে খতম ২১ জন হামাস জঙ্গি, দাবি ইজরায়েলি সেনার

গাজার আল-কুদস হাসপাতালের কাছে ২১ জন হামাস জঙ্গিকে খতম করা হয়েছে বলে সোমবার দাবি করা হয়েছে ইজরায়েলি সেনার তরফে।

ফাইল ফটো (Photo Credit: X)

তেল আভিভ: গাজার (Gaza) আল-কুদস হাসপাতালের (Al-Quds Hospital) কাছে ২১ জন হামাস জঙ্গিকে (Hamas Members)  খতম করা হয়েছে বলে সোমবার দাবি করা হয়েছে ইজরায়েলি সেনার (IDF) তরফে। আরও পড়ুন: Israel-Hamas War: প্যালেস্তাইনের মিছিলে পুলিশের লাঠি কেন, প্রশ্ন তুলে সুনকের মন্ত্রিসভা থেকে বরখাস্ত মন্ত্রী

এপ্রসঙ্গে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (Israel Defense Forces) তরফে জানানো হয়েছে, হামাস জঙ্গিরা গাজার আল-কুদস হাসপাতালের পাশে থাকা জনবসতি (civil population) এলাকা থেকে রকেট প্রপেলড গ্রেনেড (Rocket-propelled grenade) ছুঁড়ছিল ইজরায়েলি বাহিনীর দিকে তাক করে।

হামাসের ১৮৮ ব্রিগেড (188 Brigade) যারা সাঁজোয়া (armoured), ইঞ্জিনিয়ারিং (engineering) ও ইনফ্রান্টি ডিভিশন (infantry divisions) রয়েছে। তাদের হামলার জবাব দিয়ে ২১ জন সদস্যকে খতম করা হয়েছে। আর এই অভিযানে ইজরায়েলি কোনও সেনার মৃত্যু হয়নি। আরও পড়ুন: Qatar Court: কাতারে আট ভারতীয় প্রাক্তন নৌ বাহিনী কর্তার মৃত্যুদণ্ড বাতিলের আবেদন খারিজ