Lebanon: ভারতীয়দের লেবানন ছাড়ার নির্দেশিকা দিল দূতাবাস, তাহলে কি ইজরায়েল-হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ এখন সময়ের অপেক্ষা?

একদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ, অন্যদিকে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছে লেবানন।

বেইরুট, ০১ অগাস্ট: একদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ, অন্যদিকে হিজবুল্লাহর (Hizbullah) সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছে লেবানন (Lebanon)। এই অবস্থায় লেবাননও ইজরায়েলে পাল্টা হামলার হুশিয়ারি দিয়েছে।। যার ফলে আপাতত মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে যে কোনও সময়ে যুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে। সেই কারণে বেইরুটে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জারি করা হল নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত ভারতীয় এখানে থাকছেন তাঁরা যেন অবিলম্বে লেবানন ছাড়েন। তবে যাঁরা একান্তই এখানে থাকতে চান তাঁরা যেন দরকার না পড়লে বাড়ির বাইরে না বেরোয় এবং লেবাননে ভারতীয় বসবাসকারীরা যেন ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে। যোগাযোগের জন্য cons.beirut@mea.gov.in ও জরুরি ফোন নম্বর 96176860128 দিয়েছে দূতাবাসের পক্ষ থেকে

এছাড়া যাঁরা ভারত থেকে লেবানন ঘুরতে বা কর্মসূত্রে আসতে চাইছে তাঁদেরও না আসার পরামর্শ দিল ভারতীয় দূতাবাস। ভারত ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিও তাঁদের নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে লেবাননে ক্রমশ উত্তেজনা বাড়ছে ফলে বর্তমানে এদেশে থাকা কোনও ভারতীয়দের জন্য নিরাপদ নয়। যে কোনও সময় বিমান চলাচল বন্ধ হতে পারে। যার ফলে সমস্যায় পড়বেন অনেকে। সেই কারণে লেবানন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, লেবাননকে আগে থেকেই সতর্ক করেছিল ইজরায়েল। গত শনিবার ইজরায়েল অধিকৃত গোলান মালভূমে হিজবুল্লার ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছিল। যার ফলে একাধিক প্রাণ যায়. যাদের মধ্যে ১২ জন শিশু ছিল বলে খবর। এই হামলার পরই ইজরায়েল ও আমেরিকা পাল্টা হামলার হুশিয়ারি দেয়। তারপরেই বুধবার সকালে হামলা চালানো হয় শুকুরের ওপর



সম্পর্কিত খবর

Israel Airstrikes in Lebanon: হামাসের পর এবার নজরে হেজবুল্লার ঘাঁটি, লেবাননে হামলা থামাচ্ছে না ইজরায়েল

Lebanon: ভারতীয়দের লেবানন ছাড়ার নির্দেশিকা দিল দূতাবাস, তাহলে কি ইজরায়েল-হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ এখন সময়ের অপেক্ষা?

Bangladesh Former PM Sheikh Hasina: অন্তরাল ভাঙলেন শেখ হাসিনা? চট্টগ্রামে আইনজীবী হত্যা, চিন্মকৃষ্ণের গ্রেফতারির তীব্র নিন্দা মুজিব-কন্যার

Bangladesh ISKCON: 'ইসকনের চামড়া...', হিন্দু সংগঠনের বিরুদ্ধে আপত্তিজনক স্লোগানে মাতোয়ারা বাংলাদেশ, দেখুন

Bangladesh ISKCON Monk Chinmoy Krishna Das Arrested: বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা যাবে না, জানাল আদালত, চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির পর চাপে ইউনুস সরকার

Indo-Russia Military Exercise: রাশিয়ার মস্কোতে সফলভাবে শেষ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক, যৌথ সামরিক মহড়া বাড়াতে রাজি ভারত ও রাশিয়া