ভূমিকম্পে মৃত ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহ খুব তাড়াতাড়ি দেশে ফেরানোর ব্যবস্থা হচ্ছে, জানালেন তুরস্কে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত

ভূমিকম্পে মৃত ভারতীয় ইঞ্জিনিয়ার বিজয় কুমারের মৃতদেহ খুব তাড়াতাড়ি ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন তুরস্কে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বীরেন্দ্র পাল।

তুরস্কে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত (Photo Credits: ANI)

আদানা: ভূমিকম্পে (earthquake) মৃত ভারতীয় ইঞ্জিনিয়ার বিজয় কুমারের (Vijay Kumar) মৃতদেহ (Mortal) খুব তাড়াতাড়ি ভারতে (India) ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন তুরস্কে (Turkey) নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বীরেন্দ্র পাল (Indian Ambassador to Turkey Virander Paul)।

রবিবার তুরস্কের আদানায় (Adana) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরেন্দ্র পাল বলেন, "তুরস্কের ভূমিকম্পে একমাত্র নিখোঁজ ভারতীয়ের (only missing Indian national) মৃতদেহ গতকাল উদ্ধার হয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাঁর মৃতদেহ ভারতে পাঠানোর চেষ্টা করছি। এই সংক্রান্ত প্রক্রিয়া চলছে।"