Earthquake in Indonesia: সাতসকালে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১

ইন্দোনেশিয়া একটি বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ। ২৭০ মিলিয়নের বেশি মানুষ বাস করে এখানে। প্রশান্ত মহাসাগরীয় বেসিনের চারিপাশে ‘রিং অফ ফায়ার’এর অবস্থানের কারণে ইন্দনেশিয়ায় প্রায়শই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সৃষ্টি হয়।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

বুধবার সাতসকালে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। গভীর ভূমিকম্পের সৃষ্টি হয়েছে ইন্দোনেশিয়ার পুর্বাঞ্চলে। তবে গুরুতর ক্ষয়ক্ষতি কিংবা আহত হওয়ার খবর এখনও অবধি মেলেনি। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল সমদ্র তলদেশে ১৪৭ কিলোমিটার গভীরে। এদিন ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি, উত্তর মালুকু, মধ্য সুলাওয়েসি কেঁপে উঠেছিল।

যদিও ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবিদ্যুৎ এবং জিওফিজিক্স এজেন্সি সুনামির কোন আভাস দেয়নি। ইন্দোনেশিয়া একটি বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ। ২৭০ মিলিয়নের বেশি মানুষ বাস করে এখানে। প্রশান্ত মহাসাগরীয় বেসিনের চারিপাশে ‘রিং অফ ফায়ার’এর অবস্থানের কারণে ইন্দনেশিয়ায় প্রায়শই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সৃষ্টি হয়।

গত ২১ নভেম্বর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ৫.৬ মাত্রায় ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। যার জেরে ৩৩১ জনের প্রাণ গিয়েছিল। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প এবং সুনামির জেরে ৪৩৪০ জনের মৃত্যু হয়েছিল। যা সে দেশের এক অন্যতম মারাত্মক ক্ষতি হিসাবে চিহ্নিত।