Coronavirus Preventive: এইচআইভি জ্বরের ওষুধেই মরবে করোনাভাইরাস! এই প্রথম দাওয়াইয়ের সন্ধান দিল থাইল্যান্ড

এইচআইভি জ্বরের (HIV Fever) ওষুধেই মরবে করোনাভাইরাস (Coronavirus)। এমন দাওয়াই-ই নাকি মরবে প্রাণঘাতী করোনাভাইরাস। এইচআইভির অ্যান্টি-ভাইরাস নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তৈরি হয়েছে নতুন এই ওষুধ। আর সেই ওষুধেই কাবু হবে করোনাভাইরাস! সম্প্রতি এমনই দাবি করেছে থাই ল্যান্ডের চিকিৎসকেরা। এই নতুন অ্যান্টি-ভাইরাসের প্রয়োগে মাত্র ৪৮ ঘণ্টাতেই করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠবেন। সম্প্রতি সাংবাদিকদের সামনে এসেও এমনটা জানিয়েছেন থাইল্যান্ডের এক চিকিৎসক। তবে বিষয়টা এখনও গবেষণার পর্যায়েই রয়েছে। তাই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের উপর এখনই প্রয়োগ করার ছাড়পত্র দেওয়া হয়নি।

করোনাভাইরাস(Photo Credits: IANS)

ব্যংকক, ৩ ফেব্রুয়ারি: এইচআইভি জ্বরের (HIV Fever) ওষুধেই মরবে করোনাভাইরাস (Coronavirus)। এমন দাওয়াই-ই নাকি মরবে প্রাণঘাতী করোনাভাইরাস। এইচআইভির অ্যান্টি-ভাইরাস নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তৈরি হয়েছে নতুন এই ওষুধ। আর সেই ওষুধেই কাবু হবে করোনাভাইরাস! সম্প্রতি এমনই দাবি করেছে থাই ল্যান্ডের চিকিৎসকেরা। এই নতুন অ্যান্টি-ভাইরাসের প্রয়োগে মাত্র ৪৮ ঘণ্টাতেই করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠবেন। সম্প্রতি সাংবাদিকদের সামনে এসেও এমনটা জানিয়েছেন থাইল্যান্ডের এক চিকিৎসক। তবে বিষয়টা এখনও গবেষণার পর্যায়েই রয়েছে। তাই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের উপর এখনই প্রয়োগ করার ছাড়পত্র দেওয়া হয়নি।

থাইল্যান্ডের চিকিৎসক কিয়েংসাক আত্তিপর্নওয়ানিচ গতকাল রবিবার দাবি করেছেন, ৭১ বছরের এক করোনা আক্রান্ত রোগীর উপর এই অ্যান্টি-ভাইরাস প্রয়োগ করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই চিকিৎসকেরা তাঁর উপরে নজর রেখেছিলেন। তাঁর শরীরে এই মিশ্রিত এইচআইভি এবং জ্বরের অ্যান্টি-ভাইরাস (Anti-Virus) প্রয়োগ করার ৪৮ ঘণ্টা পর থেকেই শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। ৪৮ ঘণ্টা আগে তাঁর শরীরে করোনাভাইরাসের পরীক্ষা পজিটিভ দেখিয়েছিল। বিজনেস ইনসাইডারের খবর অনুযায়ী,

৪৮ ঘণ্টা পরে সেই রিপোর্টই পুরোপুরি নেগেটিভ হয়ে যায়। এমনকি যে রোগী পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, তিনি বিছানায় (Bed) উঠে বসতেও পারছেন। আগের থেকে অনেকটাই সু্স্থবোধ করছেন। ওই চিকিৎসক জানিয়েছেন, এই সঠিক প্রমাণিত হলেই তা প্রকাশ করা হবে। আরও পড়ুন: Coronavirus Outbreak Fallout: করোনা ভাইরাসের দাপটে ঘায়েল চিনের শেয়ার বাজার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা

এখনও পর্যন্ত চিনের (China) উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের আক্রমণে ৩৬০ জন মানুষের মৃত্যু হয়েছে। চিন ছাড়িয়ে আরও ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এই প্রথম সম্প্রতি চিনের বাইরে ফিলিপিন্সে (Philippines) এক আক্রান্তের মৃত্যু হয়েছে। তারপরই তাইল্যান্ডে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি ওঠায়, অনেকটাই আশাবাদী বিশ্ববাসী।