Coronavirus Outbreak: প্রাণ বাঁচাতে করোনা ভাইরাসের কবলে থাকা উহানের বাসিন্দারা আপাতত বিদেশে, তাঁদের দেশ ফেরাতে চাটার্ড বিমান পাঠাবে বেজিং

করোনা ভাইরাসের গেরোয় জেরবার চিন। সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা হুবেই প্রদেশে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। ২১৩ জনের মৃত্যু হতেই জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এদিকে হুবেই প্রদেশের বাসিন্দাদের বিদেশে পাঠিয়ে দেওয়া আছে। চিনের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী উহান-সহ গোটা হুবেই প্রদেশ থেকে সবমিলিয়ে ৫ মিলিয়ন বাসিন্দা করোনা ভাইরাসের ছোবল থেকে বাঁচতে ঘর ছেড়ে বেরিয়েছেন। তাঁরা এখন বেশিরভাগই দেশের বাইরে। আপাতত লম্বা ছুটি কাটাচ্ছেন। যতক্ষণ না ভাইরাস চিহ্নিত হয়ে রোগ নির্মূল প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ বাসিন্দাদের ফেরার প্রয়োজন নেই।

করোনা ভাইরাস (Photo Credit: IANS)

বেজিং, ৩১ জানুয়ারি: করোনা ভাইরাসের গেরোয় জেরবার চিন। সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা হুবেই প্রদেশে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। ২১৩ জনের মৃত্যু হতেই জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এদিকে হুবেই প্রদেশের বাসিন্দাদের বিদেশে পাঠিয়ে দেওয়া আছে। চিনের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী উহান-সহ গোটা হুবেই প্রদেশ থেকে সবমিলিয়ে ৫ মিলিয়ন বাসিন্দা করোনা ভাইরাসের ছোবল থেকে বাঁচতে ঘর ছেড়ে বেরিয়েছেন। তাঁরা এখন বেশিরভাগই দেশের বাইরে। আপাতত লম্বা ছুটি কাটাচ্ছেন। যতক্ষণ না ভাইরাস চিহ্নিত হয়ে রোগ নির্মূল প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ বাসিন্দাদের ফেরার প্রয়োজন নেই। সবকিছু মিটলে চার্টাড বিমান পাঠিয়ে বেজিং সরকার বাসিন্দাদের দেশে ফিরিয়ে আনবে।

ওই হুবেই প্রদেশেই প্রথম করোনা ভাইরাসের জীবাণু মেলে। তারপর থেকে বাসিন্দারা প্রাণ বাঁচাতে প্রদেশ ছেড়ে চলে আসেন। সরকারিভাবে গত ২৩ জানুয়ারি হুবেই প্রদেশে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। এখন একেবারেই জনশূন্য ওই এলাকা। এই মুহূর্তে চিনা নববর্ষ উদযাপেন লম্বাছুটি নিয়ে বিদেশেই রয়েছেন তাঁরা। এদিকে তালমিলিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার পর্যন্ত যেখানে চিনে মৃতের সংখ্যা ছিল ১৭০, আজ শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ২১৩-তে। এরমধ্যে শুধু হুবেই প্রদেশেই মৃত্যু হয়েছে ২০৪ জনের। সমগ্র চিনে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার ছুঁয়েছে। পরিস্থিতি বিচার করে করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু(World Health Organisation)। জারি হয়েছে জরুরি অবস্থা। তবে সাবধানতার প্রয়োজন বললেও আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন হু-এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনে যাওয়া এবং চিনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য (Business) বন্ধ করার সাময়িক প্রস্তাবেরও বিরোধিতা করেছে। আরও  পড়ুন-Coronavirus Outbreak: চিনে করোনা ভাইরাস প্রাণ কাড়ল অন্তত ১৭০ জনের, নতুন করে আক্রান্ত ১৭০০

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে চিনে পাড়ি দিচ্ছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। শুক্রবার বেলা ১২.৫০-এ দিল্লি ছাড়বে বোয়িং ৭৪৭। রাত ২টোর সময় উহান থেকে দিল্লি পৌঁছনোর কথা বিমানটির