Language Discrimination: ভাষাবৈষম্য আন্দোলনে নামছেন Mamata Banerjee, জবাব‌ দিলেন Babul Supriyo

জয়েন্ট এন্ট্রান্স (মেইন) (Joint Entrance Main) পরীক্ষার প্রশ্নপত্রে গুজরাতি (Gujrati) ভাষা ছাড়া অন্যান্য আঞ্চলিক ভাষা (Regional Language) কেন ব্রাত্য? তৃণমূল ভবনে বৃহস্পতিবার এই নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। সঙ্গে ছিলেন অন্যান্য সাংসদ এবং বিধায়কদেরাও। বৈঠক শেষ হতেই সাংবাদিকদের (Press) সামনে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১১ নভেম্বর রাজ্য জুড়ে বাংলা এবং অন্যান্য ভাষাতেও জয়েন্ট এন্ট্রান্স মেইন চালু করার দাবিতে কর্মসূচি পালন করা হবে। ভাষা বৈষ্যম্যের প্রতিবাদেই হবে কর্মসূচি। এই মর্মে এদিন কেন্দ্র সরকারের কাছে চিঠিও দিয়েছে রাজ্য সরকার।

মমতা ব্যানার্জি ও বাবুল সুপ্রিয় (Photo Credits: File Image)

কলকাতা, ৭ নভেম্বর: জয়েন্ট এন্ট্রান্স (মেইন) (Joint Entrance Main) পরীক্ষার প্রশ্নপত্রে গুজরাতি (Gujrati) ভাষা ছাড়া অন্যান্য আঞ্চলিক ভাষা (Regional Language) কেন ব্রাত্য? তৃণমূল ভবনে বৃহস্পতিবার এই নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। সঙ্গে ছিলেন অন্যান্য সাংসদ এবং বিধায়কদেরাও। বৈঠক শেষ হতেই সাংবাদিকদের (Press) সামনে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১১ নভেম্বর রাজ্য জুড়ে বাংলা এবং অন্যান্য ভাষাতেও জয়েন্ট এন্ট্রান্স মেইন চালু করার দাবিতে কর্মসূচি পালন করা হবে। ভাষা বৈষ্যম্যের প্রতিবাদেই হবে কর্মসূচি। এই মর্মে এদিন কেন্দ্র সরকারের কাছে চিঠিও দিয়েছে রাজ্য সরকার।

তিনি জানান, 'অন্য ভাষাতেও জয়েন্টের প্রশ্নপত্র হওয়া উচিত। আমার গুজরাতি ভাষায় কোনও আপত্তি নেই। কিন্তু বাংলা বা অন্যান্য ভাষাগুলি ব্রাত্য থাকবে কেন? বাংলাসহ অন্যান্য ভাষাতেও চালু করতে হবে জয়েন্ট এন্ট্রান্স।' বৈঠকের পরই বিবৃতি জারি করা হয় NTA এর তরফে। সেই বিবৃতিতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, ২০১৩ সালে গুজরাতি ভাষাতে জয়েন্ট এন্ট্রান্স মেইনের প্রশ্নপত্রের দাবিতে আবেদন জানিয়েছিল কেবলমাত্র গুজরাতই। সেই সময় অন্য কোনও রাজ্য আবেদন জানায়নি। মুখ্যমন্ত্রীকে এই প্রসঙ্গে খোঁচা দিতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে বাবুল লেখেন, "মাননীয়া দিদি, কেন্দ্রের কোনো মিটিংয়ে তো আপনি থাকেনও না, কোনো অফিসারকেও পাঠাননা। তাহলে এই ব্যাপারগুলো আপনি জানবেন কি করে!! নিচের বিজ্ঞপ্তিটা একটু কষ্ট করে দেখুন। আপনি বাংলায় প্রশ্নপত্র বানানোর কোনো উৎসাহ প্রকাশই করেননি। গুজরাত করেছে তাই পেয়েছে। এবার দয়া করে টুইটগুলি মুছে ফেলে তাড়াতাড়ি বাংলায় জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র বানানোর 'রিকোয়েস্ট লেটার'-টা লিখে পাঠিয়ে দিন। এটি যাতে সত্বর করানো যায় তা আমি নিজে দেখবো। শুধু পলিটিক্স করে বাংলার মানুষের অপূরণীয় ক্ষতি করে চলেছেন আপনি ও আপনার টিএমছি।" আরও পড়ুন: Kolkata: সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর! আগামীবছর সরস্বতীপুজো, দোল ও ছটপুজোতে টানা চারদিনের ছুটি

বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ও (Kailash Vijayvargiya) মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে বলেছেন, 'দিদি! ভাষার নামেও এবার ভাগাভাগির খেলা শুরু করেছেন। এতে আপনার ভোটে কোনও প্রভাব পড়বে না।'

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement