West Bengal Assembly Election 2021: সর্বদল বৈঠক শেষে সিদ্ধান্তে অনড় নির্বাচন কমিশন; তিন দফাতেই বাকি ভোট

করোনা পরিস্থিতিতে নির্বাচন নিয়ে আজ কমিশনের সঙ্গে সর্বদল বৈঠক হয়। বাকি চার দফার ভোট এক দফায় করানোর দাবি উঠেছিল তৃণমূলের তরফে। বৃহস্পতিবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় কমিশন। চার দফাতেই বাকি ভোট হবে, কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়ে দেয়। আজ সর্বদল বৈঠকের পরও সিদ্ধান্তে অনড় কমিশন। কমিশন জানায়, নির্বাচনের দফা কমানো সম্ভব নয়। কোভিডবিধি আরও কঠোরভাবে মেনে ভোট গ্রহণের পক্ষে রাজ্য নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন। ফাইল ছবি। (Photo Credits: PTI)

কলকাতা, ১৬ এপ্রিল: করোনা পরিস্থিতিতে নির্বাচন (West Bengal Assembly Election 2021) নিয়ে আজ কমিশনের সঙ্গে সর্বদল বৈঠক হয়। বাকি চার দফার ভোট এক দফায় করানোর দাবি উঠেছিল তৃণমূলের তরফে। বৃহস্পতিবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় কমিশন। চার দফাতেই বাকি ভোট হবে, কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়ে দেয়। আজ সর্বদল বৈঠকের পরও সিদ্ধান্তে অনড় কমিশন। কমিশন জানায়, নির্বাচনের দফা কমানো সম্ভব নয়। কোভিডবিধি আরও কঠোরভাবে মেনে ভোট গ্রহণের পক্ষে রাজ্য নির্বাচন কমিশন।

রাজ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে সব দলের নেতৃত্বরা নিজেদের মত রাখেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত বলেছেন,"নির্বাচনের দফা কমানোর সম্ভাবনা নেই। সম্ভবত ৮ দফাতেই নির্বাচন হবে। এখন ভার্চুয়াল সভা সম্ভব নয়।" সংযুক্ত মোর্চার তরফে সিপিএমের রবীন দেব জানান, তাঁদের দল প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যরাও তাঁদের মতো প্রচার বন্ধ করুক। আরও পড়ুন, বর্ষবরণের পরের দিনে বৃষ্টিতে ভিজবে মহানগরী, পূর্বাভাস

সর্বদল বৈঠকের সমস্ত বক্তব্য দিল্লি নির্বাচন কমিশনে পাঠাবে রাজ্য কমিশন। এরপর তারাই সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ কী হবে। কীভাবে মেনে নেওয়া হবে, তা স্থির করা হবে।

রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্ৰমণ নিয়ে আরও ৩ দফায় ভোট করা, এতগুলো মানুষের জমায়েতে সায় দিচ্ছে না তৃণমূল। এমনকি সিপিএমও তাদের প্রচার বন্ধ করেছে। সুতরাং, এই পরিস্থিতিতে বাকি ৩ দফার নির্বাচন যাতে এক দফায় হয়ে যায় তার জন্য কমিশনে চাপ বহাল রাখবে তৃণমূল।